রায়গঞ্জ: প্রকাশ্যে এল রায়গঞ্জের গুলিকাণ্ডের সিসিটিভি ফুটেজ। নাহ, কোনও অন্ধকার গলি নয়, যথেষ্ট আলো রয়েছে সেখানে। শুনশান, নির্জন এলাকাও নয়… দু’পাশ দিয়ে সারি সারি বাড়ি। ঘড়িতে তখন রাত প্রায় পৌনে ন’টা। এরই মধ্যে এক বাইকে চেপে আসে তিন দুষ্কৃতী, পথ আগলে দাঁড়ায় দীনেশের। একজন বাইক থেকে নেমে আসে, কথা বলতে শুরু করে দীনেশের সঙ্গে। রাস্তায় লোকজন যে একেবারে ছিল না, তাও নয়। মাঝে গলি দিয়ে এক ব্যক্তিকে হেঁটে চলে যেতেও দেখা যায় সিসিটিভি ফুটেজে। এদিকে দীনেশের সঙ্গে ওই দুষ্কৃতীর কিছুক্ষণের মধ্যেই তর্কাতর্কি শুরু হয়ে যায়। তারপরই উল্টো দিকে ফিরে চলে যাওয়ার চেষ্টা করেন দীনেশ। তখনই পিছন থেকে গুলি চালায় এক দুষ্কৃতী। একটাই গুলি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন দীনেশ। এরপর তিন দুষ্কৃতী বাইকে চেপে এলাকা থেকে চম্পট দেয়।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তুলসীতলা এলাকায়। রায়গঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এই পাড়াটি আপাত শান্ত একটি পাড়া বলেই পরিচিত। এরই মধ্যে বুধবার সন্ধেয় এমন একটি মর্মান্তিক কাণ্ড ঘটে যাওয়ায় বেশ আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এলাকাবাসীদের মনে। গতরাতে হঠাৎ গুলি চলার তীব্র শব্দ কানে আসে এলাকাবাসীদের।
সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। আর ঘর থেকে বাইরে আসতেই দেখতে পান, রাস্তার উপর এই বীভৎস ঘটনা। গলির পাশে পড়ে রয়েছে নিথর দেহ। গলগল করে রক্ত বেরিয়ে আসছিল শরীর থেকে। রক্তে ভেসে যাচ্ছিল গলি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রায়গঞ্জ: প্রকাশ্যে এল রায়গঞ্জের গুলিকাণ্ডের সিসিটিভি ফুটেজ। নাহ, কোনও অন্ধকার গলি নয়, যথেষ্ট আলো রয়েছে সেখানে। শুনশান, নির্জন এলাকাও নয়… দু’পাশ দিয়ে সারি সারি বাড়ি। ঘড়িতে তখন রাত প্রায় পৌনে ন’টা। এরই মধ্যে এক বাইকে চেপে আসে তিন দুষ্কৃতী, পথ আগলে দাঁড়ায় দীনেশের। একজন বাইক থেকে নেমে আসে, কথা বলতে শুরু করে দীনেশের সঙ্গে। রাস্তায় লোকজন যে একেবারে ছিল না, তাও নয়। মাঝে গলি দিয়ে এক ব্যক্তিকে হেঁটে চলে যেতেও দেখা যায় সিসিটিভি ফুটেজে। এদিকে দীনেশের সঙ্গে ওই দুষ্কৃতীর কিছুক্ষণের মধ্যেই তর্কাতর্কি শুরু হয়ে যায়। তারপরই উল্টো দিকে ফিরে চলে যাওয়ার চেষ্টা করেন দীনেশ। তখনই পিছন থেকে গুলি চালায় এক দুষ্কৃতী। একটাই গুলি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন দীনেশ। এরপর তিন দুষ্কৃতী বাইকে চেপে এলাকা থেকে চম্পট দেয়।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তুলসীতলা এলাকায়। রায়গঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এই পাড়াটি আপাত শান্ত একটি পাড়া বলেই পরিচিত। এরই মধ্যে বুধবার সন্ধেয় এমন একটি মর্মান্তিক কাণ্ড ঘটে যাওয়ায় বেশ আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে এলাকাবাসীদের মনে। গতরাতে হঠাৎ গুলি চলার তীব্র শব্দ কানে আসে এলাকাবাসীদের।
সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। আর ঘর থেকে বাইরে আসতেই দেখতে পান, রাস্তার উপর এই বীভৎস ঘটনা। গলির পাশে পড়ে রয়েছে নিথর দেহ। গলগল করে রক্ত বেরিয়ে আসছিল শরীর থেকে। রক্তে ভেসে যাচ্ছিল গলি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।