রায়গঞ্জ: আর্থিক প্রতারণার নয়া ফাঁদ! এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই-সিল জাল করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল। আর এই প্রতারণার শিকার খোদ বিশ্ববিদ্যালয়েরই এক পড়ুয়া। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়াশোনা করছেন পড়ুয়া। প্রায় মাস খানেক আগে ফেসবুক থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটার পদে চাকরির নোটিশ দেখেন তিনি। সেখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন পড়ুয়া। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকারের ফোন নম্বর বলে একটি ফোন নম্বর দেওয়া হয় বলে ওই ছাত্রীর দাবি।
এরপর সেই নম্বরে যোগাযোগ করলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের ইমেল আইডি থেকে মেইল মারফত চাকরির নিয়োগের বিষয়ে জানানো হয়। পাশাপাশি তার কাছ থেকে সব মিলিয়ে প্রায় ১৭ হাজারেরও বেশি টাকা চাওয়া হয় বলে অভিযোগ। ওই ছাত্রী জানান, অনুরাধা সেন নামে ফেসবুকে একজনের সঙ্গে আলাপ হয়। তিনি জানান বিশ্ববিদ্যালয়ে ডাটা এন্ট্রির পদ খালি রয়েছে। সেখানে লোক নেবে। আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় আমি চাকরি করব বলে রাজি হই। উনি রেজ্রিস্টার দুর্লভ সরকারের নম্বর দিলেন। ওই ব্যক্তি নিজেকে রিজিস্ট্রার পরিচয় দিয়ে আমার থেকে টাকা চাইলেন। বললেন, ৭০ হাজার ২০০ টাকা দিতে হবে ল্যাপটপ, জয়নিং, পিএফ অ্যাকাউন্ট করতে। আমি আমার দাদাকে দিয়ে সেই টাকা দিয়ে দিই।
পড়ুয়া বলেন, “জয়েনিংয়ের সময় একমাসের বেতন আগে দিয়ে দেব। বললেন জয়েনিং লেটার পোস্ট অফিস থেকে পাওয়া যাবে। এরপর মেইল খুলে দেখি মেইল করা হয়েছে। সেটা নিয়েই আসি। কালকে বলা হয় আমার অ্যাকাউন্টে ৪৫ হাজার টাকা দেওয়া হয়েছে। তবে এটা তোলার জন্য আরও ৫ হাজার টাকা দিতে। এরপর সন্দেহ হতেই রেজিস্ট্রার স্যার জানান এই রকম কোনও কাজের খোঁজ নেই।”
অন্যদিকে বিষয়টি নজরে আসা মাত্রই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। এই ব্যাপারে সচেতন থাকার কথা জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার।