Chopra: তাঁর সঙ্গেই কিনা! বাড়ির গলিতেই মোয়াজ্জেমের অবস্থা দেখে হতভম্ব পড়শিরা

Rupak Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 31, 2023 | 11:57 AM

Chopra: পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথার পেছনে গভীর ক্ষত ছিল। তাঁকে কুপিয়ে খুন করা হতে পারে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। যদিও পরিবারের দাবি, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল আবুল হোসেনের।

Chopra: তাঁর সঙ্গেই কিনা! বাড়ির গলিতেই মোয়াজ্জেমের অবস্থা দেখে হতভম্ব পড়শিরা
এলাকায় উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর দিনাজপুর: কাজ রয়েছে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফিরছিলেন না তিনি। পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বাড়ির অদূরেই রাস্তার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। রাস্তা রক্তে ভেসে যাচ্ছে। বাড়ির পাশেই এক মোয়াজ্জেমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল চোপড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আবুল হোসেন (৪২)। তাঁর বাড়ি চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মুকদুমগছ গ্রামে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আবুল হোসেন স্থানীয় মসজিদের মোয়েজ্জেম ছিলেন।  প্রতিবেশীরাই জানাচ্ছেন,  তিনি শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। কোনও শত্রু ছিল না বলেও দাবি পরিবারের সদস্যদের৷ শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তাঁকে শেষবার বাড়ি থেকে বের হতে দেখা যায়। তারপর থেকেই খোঁজ মিলছিল না তাঁর। এরপর রাতে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে ওই মোয়াজ্জেমের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথার পেছনে গভীর ক্ষত ছিল। তাঁকে কুপিয়ে খুন করা হতে পারে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। যদিও পরিবারের দাবি, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল আবুল হোসেনের। সেই বিবাদের জেরেই এই খুন বলে ধারণা পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে একজন মোয়াজ্জেমকে এইরকম নৃশংশভাবে খুন করায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তার ক্লু পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Next Article