Raigunj: রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সি? শুনে তরজায় নামল তৃণমূল

Rupak Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jan 19, 2024 | 2:39 PM

Raigunj: লোকসভা নির্বাচনের আগে প্রার্থী নিয়ে ইন্ডিয়া জোটে বিতর্ক উত্তর দিনাজপুরে। তৃণমূলের অভিযোগ, জেলাজুড়ে প্রকাশ্য দলীয় পথসভা, মিটিং মিছিল থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে দীপা দাশমুন্সির নাম ঘোষণা করছেন কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত।

Raigunj: রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সি? শুনে তরজায় নামল তৃণমূল
দীপা দাশমুন্সি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর দিনাজপুর: ইন্ডিয়া জোটের পরিণাম এ রাজ্যে কী হবে, তা নিয়ে এখনও নানামহলে শুধুই প্রশ্ন। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট-সমীকরণ কোন পাটিগণিতে এগোবে, তা নিয়েও বিস্তর জলঘোলা। এরইমধ্যে তৃণমূলের অভিযোগ, উত্তর দিনাজপুর কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বিভিন্ন জায়গা বলে বেড়াচ্ছেন, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দীপা দাশমুন্সি হবেন প্রার্থী। তৃণমূলের প্রশ্ন, জোটের প্রার্থীর নাম একজন জেলা সভাপতি কীভাবে বলেন? পাল্টা কংগ্রেসের দাবি, এ রাজ্যে আদৌ জোট হবে কি না তাই তো কেউ জানে না।

লোকসভা নির্বাচনের আগে প্রার্থী নিয়ে ইন্ডিয়া জোটে বিতর্ক উত্তর দিনাজপুরে। তৃণমূলের অভিযোগ, জেলাজুড়ে প্রকাশ্য দলীয় পথসভা, মিটিং মিছিল থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে দীপা দাশমুন্সির নাম ঘোষণা করছেন কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত।

তৃণমূলের জেলা সহ-সভাপতি অরিন্দম সরকারের বক্তব্য, “মোহিত সেনগুপ্ত বিভিন্ন সভা মিছিলে বলে বেড়াচ্ছেন জোটের প্রার্থী হবেন দীপা দাশমুন্সি। এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা হতে পারে। কারণ মোহিতবাবু সবসময় কংগ্রেসকে নিজের সম্পত্তি মনে করেন। ফলস্বরূপ এ জেলায় কংগ্রেস শূন্য। আজ ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম উনিই বলে দিচ্ছেন। অথচ জোটের শীর্ষনেতারা কিছু বলছেন না। আমার মনে হয় এটা মোহিত সেনগুপ্তর বলা ঠিক নয়। কংগ্রেস টিকিট পেলে সেটা দিল্লি ঠিক করে। ফলে ওনার এরকম কথা জোটের পরিপন্থী হতে।”

যদিও মোহিত সেনগুপ্তের বক্তব্য, “এটা জেলাবাসীর আবেগ, মানুষ বলছেন। আর আমাদের দলের সঙ্গে রাজ্যে ইন্ডিয়া জোট হবে কি না তাও তো স্পষ্ট না। আমি মানুষের দাবির কথা বলেছিলাম।” এদিকে এই টানাপোড়েন নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের কটাক্ষ, ওরা ঠিক করুক, কে কাকে পথ দেখাবে। ওদের নেতা কে সেটাই তো প্রশ্ন।

Next Article