Raiganj: পোষা ‘রটহুইলার’ লেলিয়ে দিয়ে বলছে- ‘চার্জ, চার্জ…’! খুবলে খাচ্ছে কুকুর, সাংঘাতিক সেই ভিডিয়ো ভাইরাল

Rupak Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 08, 2025 | 6:36 PM

Raiganj: রায়গঞ্জের স্কুলরোডের বাসিন্দা দেবদ্যুতি রায় নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মিলনপাড়ার বাসিন্দা বিশ্বদীপ ঘোষের কাছে হাজার পাঁচেক টাকা পেতেন তিনি। সেই পাওনা টাকা চাইতে গেলেই সমস্যা হয় বলে অভিযোগ।

Raiganj: পোষা রটহুইলার লেলিয়ে দিয়ে বলছে- চার্জ, চার্জ...! খুবলে খাচ্ছে কুকুর, সাংঘাতিক সেই ভিডিয়ো ভাইরাল
কুকুর লেলিয়ে দেওয়া হল
Image Credit source: TV9 Bangla

Follow Us

রায়গঞ্জ: পোষ্য কুকুর যখন হাতিয়ার! দিনে দুপুরে এক জীবন্ত যুবককে খুবলে যাচ্ছে কুকুর। এমনই ভয়াবহ অমানবিক ঘটনার স্বাক্ষী থাকলেন রায়গঞ্জের বাসিন্দারা। ধারাল অস্ত্র বা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা অনেকেই দেখেছেন। সামান্য ঝগড়া থেকে মারধরের ঘটনাও ঘটে থাকে। কিন্তু তাই বলে পোষ্য কুকুর লেলিয়ে দিলেন মালিক! রাস্তায় সেই দৃশ্য দেখলেন পথচারীরা।

মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের মিলনপাড়ায়। রায়গঞ্জের স্কুলরোডের বাসিন্দা দেবদ্যুতি রায় নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মিলনপাড়ার বাসিন্দা বিশ্বদীপ ঘোষের কাছে হাজার পাঁচেক টাকা পেতেন তিনি। সেই পাওনা টাকা চাইতে গেলেই সমস্যা হয় বলে অভিযোগ।

আক্রান্ত যুবক জানিয়েছেন, তাঁকে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে মাটিতে ফেলেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দেবদ্যুতি বলেন, “প্রথমে রড দিয়ে মারলে আমি পড়ে যাই। এরপর বাড়ির বাইরে বেরিয়ে আসি। তখন বিশ্বদীপ তার পোষা দুটি কুকুরকে লেলিয়ে দেয়। ট্রেনিং দেওয়া রটহুইলার কুকুর বলতে থাকে- চার্জ চার্জ। এরপর কামড়াতে শুরু করে ওই কুকুর। ভেবেছিলাম আজই শেষ। মরেই যাব।” রক্তাক্ত ও গুরুতর আহত হন দেবদ্যুতি রায়। একটি রটহুইলার ও একটি ডোবারম্যান কুকুর ছিল বলে অভিযোগ।

এদিকে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এগিয়ে গেলেও কুকুরের ভয়ে বাঁচানোর চেষ্টা করতে যাওয়ার সাহস করতে পারেননি তাঁরা। ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শিউরে ওঠেন নেটিজনেরা। দেবদ্যুতি রায় ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের করেছেন। তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি। তিনি পলাতক। রায়গঞ্জ পুরসভার প্রশাসক জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।

Next Article