Raiganj: মেয়েটার বয়স ২০, বাজার যাবে বলে বেরিয়ে এভাবে তাঁকে দেখতে হবে! কল্পনাও করেনি পরিবার

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 03, 2025 | 10:57 AM

Raiganj: পুলিশ তদন্তে নেমে ২৯ ডিসেম্বর গোয়ালপোখরের বাসিন্দা অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে তিনদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে অপহৃত যুবতির সন্ধান পায় পুলিশ। বুধবার রাতে চোপড়া থানার অন্তর্গত একটি কার্লভাটের নিচ থেকে ওই যুবতির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

Raiganj: মেয়েটার বয়স ২০, বাজার যাবে বলে বেরিয়ে এভাবে তাঁকে দেখতে হবে! কল্পনাও করেনি পরিবার
উদ্ধার দেহ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রায়গঞ্জ: একদিন নয়, দু’দিন নয়। একটানা উনিশ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার যুবতীর রক্তাক্ত মৃতদেহ। রায়গঞ্জের চোপড়ার একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার হয়েছে দেহটি। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে করণদিঘি থানার পুলিশ।

জানা গিয়েছে, গত ১২ই ডিসেম্বর করণদিঘির বাসিন্দা রাব্বানি শেখ। তাঁরই বছর কুড়ির মেয়ে  বাজারে গিয়েছিলেন। সেখান থেকে এলাকার এক যুবক তাকে অপহরণ করে বলে অভিযোগ পরিবারের। এত খোঁজাখুজির পর মেয়ের কোনও হদিশ না পেয়ে গত ১৫ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে করণদিঘি থানায় নিখোঁজ ডাইরি করা হয়। কয়েকদিন পর সুযোগ বুঝে অপহৃত যুবতি পরিবারের কাছে কোনওভাবে অভিযুক্তের ছবি পাঠিয়ে দেয়। সেই ছবি পুলিশকে তুলে দেয় পরিবার।

পুলিশ তদন্তে নেমে ২৯ ডিসেম্বর গোয়ালপোখরের বাসিন্দা অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে তিনদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে অপহৃত যুবতির সন্ধান পায় পুলিশ। বুধবার রাতে চোপড়া থানার অন্তর্গত একটি কালভার্ট নিচ থেকে ওই যুবতির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ইসলামপুর মহকুমা হাসপাতালেই পরিবারের পক্ষ থেকে মৃতদেহ সনাক্ত করা হয়। পরিবারের দাবি, মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় ধৃতকে বৃহস্পতিবার ফের ইসলামপুর আদালতে পেশ করা হলে তাকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মৃতার কাকা বলেন, “মেয়েটা অপরাধীর হাতে চলে গিয়েছিল। ও লুকিয়ে লুকিয়ে ছবি পাঠিয়ে দেয় অভিযুক্তর। সেটা জেনে গিয়েই ছেলেটা আমাদের মেয়েটাকে মেরে দিয়েছে।”

Next Article