North Dinajpur: ভাঙড়ির দোকানে শতাধিক সবুজ সাথীর সাইকেল, অভিযান চালাল প্রশাসন

Rupak Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 30, 2024 | 9:31 AM

North Dinajpur: সূত্রের খবর, বেশ কয়েক বছর ধরে ডালখোলার পূর্ণিয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ভাঙড়ির ব্যবসা করছিল মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মাঝারুল হক। রাস্তার পাশে রয়েছে তার ছোটো একটি ভাঙড়ির দোকান আর তার ঠিক পিছনে রয়েছে গোডাউন।

North Dinajpur: ভাঙড়ির দোকানে শতাধিক সবুজ সাথীর সাইকেল, অভিযান চালাল প্রশাসন
সবুজ সাথীর সাইকেল
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর দিনাজপুর:  ডালখোলায় ব্যস্ততম জাতীয় সড়কের পাশে থাকা ভাঙড়ির দোকানে অভিযান চালিয়ে শতাধিক সরকারি সবুজ সাথীর সাইকেল উদ্ধার প্রশাসনের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে করণদিঘির বিডিওর উপস্থিতিতে এবং ডালখোলা থানার পুলিশ অভিযান চালায়। অভিযানে ঝাঁ চকচকে সবুজ সাথী প্রকল্পের শতাধিক নতুন সাইকেল বাজেয়াপ্ত করল পুলিশ। যদিও কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে এত বিপুল পরিমাণ সাইকেল মজুত করল ওই ভাঙড়ির দোকানের মালিক, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, বেশ কয়েক বছর ধরে ডালখোলার পূর্ণিয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ভাঙড়ির ব্যবসা করছিল মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মাঝারুল হক। রাস্তার পাশে রয়েছে তার ছোটো একটি ভাঙড়ির দোকান আর তার ঠিক পিছনে রয়েছে গোডাউন। এদিন পুলিশ অভিযান চলাতেই চম্পট দেয় দোকানের মালিক। যদিও কেউ কেউ মনে করছে উদ্ধার হওয়া সাইকেলগুলি কেনাবেচার পিছনে প্রশাসনের একাংশ জড়িত থাকতে পারে।

১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা নাজির হুসেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সরকারি প্রকল্পের সাইকেল স্কুল পড়ুয়াদের অধিকার কিন্তু তা নিয়ে ব্যবসা করছে একদল অসাধু ব্যাবসায়ী তা মেনে নেওয়া যায় না। যদিও এব্যাপারে করণদিঘির বিডিও বা প্রশাসনের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Next Article