HS Exam: উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হবে প্রাথমিক বিদ্যালয়ে, বন্ধ ছোটদের পড়ুয়াদের পঠন পাঠন

Rupak Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Mar 13, 2023 | 7:50 PM

HS Exam: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সদর শহরের বন্দর শ্যামাপল্লি এলাকার উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র টেন ক্লাস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পরিকাঠামোগত সমস্যার কারণে পার্শ্ববর্তী বীণাদেবী জিএসএফপি স্কুলকে বেছে নেওয়া হয়েছে।

HS Exam: উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হবে প্রাথমিক বিদ্যালয়ে, বন্ধ ছোটদের পড়ুয়াদের পঠন পাঠন
উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি (নিজস্ব চিত্র)

Follow Us

রায়গঞ্জ: উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে প্রাথমিক বিদ্যালয়ে! যার জেরে পরীক্ষা চলাকালীন প্রাথমিকের পড়ুয়াদের পঠন পাঠন বন্ধ থাকবে, এমনকী বন্ধ থাকবে মিড-ডে-মিলও। এমনই ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। ইতিমধ্যেই এনিয়ে শিক্ষা দফতরের দ্বারস্থ হয়েছেন ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা। তবে শেষ মুহূর্তে কাউন্সিলের নির্দেশ অমান্য করা যাবে না বলে সাফ মন্তব্য প্রশাসনিক কর্তাদের।

কী ঘটছে?

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সদর শহরের বন্দর শ্যামাপল্লি এলাকার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র টেন ক্লাস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পরিকাঠামোগত সমস্যার কারণে পার্শ্ববর্তী বীণাদেবী জিএসএফপি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। ওই প্রাথমিক বিদ্যালয়ের চারটি ক্লাসরুমে হবে পরীক্ষা। ইতিমধ্যেই সিট নম্বর বসানো সহ পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি শুরু করেছেন টেন ক্লাস গার্লস হাইস্কুলের শিক্ষিকারা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধিরাও। চলছে সিট নম্বর বসানোর কাজ।

কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা থাকায় অনিচ্ছা সত্ত্বেও কাউন্সিলের এই সিদ্ধান্তকে মেনে নিতে হচ্ছে বলে জানিয়েছেন রায়গঞ্জ টেন ক্লাস গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা। তাঁর দাবি, অন্যবারের তুলনায় এবছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি, আর তাঁদের স্কুলে ৩০০ আসন থাকলেও প্রায় ৪০০জনের বেশি পরীক্ষার্থী থাকায় অগত্যা পাশের প্রাথমিক বিদ্যালয়কে বেছে নিতে হয়েছে। এ নিয়ে, জেলা স্কুল শিক্ষা দফতরকেও জানানো হয়েছে এবং কাউন্সিল ও প্রশাসনের নির্দেশেই প্রাথমিক বিদ্যালয়ের চারটি ক্লাসরুম নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ দিকে, এই ঘটনায় রীতিমত তীব্র সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন বীণাদেবী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা। তাঁদের দাবি, উচ্চ মাধ্যমিকের জন্য তাঁদের স্কুল সকাল পৌনে আটটা থেকে ছেড়ে দিতে হবে। আর পরীক্ষা চলাকালীন প্রাথমিকের পড়ুয়ারা স্কুলে আসতে পারবে না বা তাদের ক্লাস করাও সম্ভব হবে না। প্রায় একমাস ব্যাপী এই পরীক্ষার কারণে প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন পুরোপুরি বন্ধ থাকবে, আর এনিয়ে ইতিমধ্যেই শিক্ষা দফতরের রায়গঞ্জ সদর সার্কেলের এসআই নাসরিন পারভেজের কাছে এই বিষয়ে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন ওই স্কুলের শিক্ষিকারা। যদিও শেষ মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, আর এই বিষয়টি পুরোপুরি তাদের না জানিয়ে কাউন্সিল নির্দেশ দেওয়াতে এই সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ সদর সার্কেলের এসআই।

কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত জেলা কনভেনার প্রসূন দত্ত জানান, এবারের উচ্চ মাধ্যমিকে উল্লেখযোগ্যভাবে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়াতেই এই প্রাথমিক বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে। এবং এই পরীক্ষার জন্য ক্ষুদে পড়ুয়াদের পঠন পাঠন বন্ধের সমস্যা হলেও সেক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন।

Next Article