AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Tainted List: তালা বন্ধ বাড়ি, ‘দাগিদের’ তালিকায় রয়েছেন তৃণমূল ‘ভোলা’ কবিতাও

SSC Tainted List: এই সময়কালে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের অন্তর্গত বালিজোল উচ্চ বিদ্যালয়ে সহ-শিক্ষিকার চাকরি পেয়েছিলেন তিনি। বাংলা পড়াতেন। তবে সেটাও বেশি দিন টেকে না। কয়েক দিনের মধ্য়ে তার নাম জড়িয়ে যায় নিয়োগ দুর্নীততে।

SSC Tainted List: তালা বন্ধ বাড়ি, 'দাগিদের' তালিকায় রয়েছেন তৃণমূল 'ভোলা' কবিতাও
কবিতা বর্মণের বাড়িImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 31, 2025 | 3:22 AM
Share

উত্তর দিনাজপুর: তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার। সেই কবিতা বর্মণের নাম ফুটে উঠল শনির সন্ধ্যায় প্রকাশ হওয়া এসএসসির ‘অযোগ্যদের’ তালিকাতেও। তবে এটা হয়তো অস্বাভাবিক নয়, কারণ নিয়োগ মামলায় কবিতা জড়িয়ে ছিলেন বারবার।

অবশ্য কবিতা বর্মণের পরিচয় ‘দাগি’ শিক্ষিকা পর্যন্তই সীমিত নয়। তিনি রাজনীতিতেও পটু। এককালে তৃণমূল, পরবর্তীতে বিজেপি। কবিতার বিস্তার বহুদূর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি। স্বামী প্রফুল্ল বর্মণ উত্তর দিনাজপুরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। পরর্বর্তীতে কবিতা স্বামী-সহ দল ছেড়ে চলে যান বিজেপিতে।

এই সময়কালে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের অন্তর্গত বালিজোল উচ্চ বিদ্যালয়ে সহ-শিক্ষিকার চাকরি পেয়েছিলেন তিনি। বাংলা পড়াতেন। তবে সেটাও বেশি দিন টেকে না। কয়েক দিনের মধ্য়ে তার নাম জড়িয়ে যায় নিয়োগ দুর্নীততে। সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে কবিতার বিরুদ্ধে। এদিন ‘দাগি’ তালিকায় কবিতার নাম উঠে আসতেই তার বাড়িতে যায় টিভি৯ বাংলা। কিন্তু বাড়ি অন্ধকার। ঝুলছে তালা। কেউ নেই সেখানে। তাকে ফোনও করা হয়। সেটাও সুইচ অফ।

সব মিলিয়ে কবিতা একা নন। এসএসসি-র প্রকাশিত তালিকাকে যত খুঁটিয়ে দেখা হচ্ছে, ততই একটার পর একটা বেরিয়ে আসছে তৃণমূল নেতা কিংবা তৃণমূল ঘনিষ্ঠের নাম। এই ভাবেই বেরিয়ে এসেছে অজয় মাঝি নাম। বেরিয়ে এসেছে সাহিনা সুলতানার নাম। ইনি আবার ছিলেন পার্থ ঘনিষ্ঠ।