NDIN: গোটা ঘটনার মাস্টারমাইন্ড? গ্রেফতার সাজ্জাকের সহযোগী

Rupak Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 19, 2025 | 6:04 PM

NDIN: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বাসিন্দা আব্দুল ওরফে আবাল, সাজ্জাকের পালানোর দিনে যখন আদালত চত্বরে যায়, সেখানে তার সঙ্গে উপস্থিত ছিল শেখ হজরত।

NDIN: গোটা ঘটনার মাস্টারমাইন্ড? গ্রেফতার সাজ্জাকের সহযোগী
গোয়ালপোখরে কাণ্ডে গ্রেফতার
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর দিনাজপুর:  গোয়ালপোখরকাণ্ডে আরও এক গ্রেফতার। শেখ হাজরাত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের অনুমতিতে তাকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বাসিন্দা আব্দুল ওরফে আবাল, সাজ্জাকের পালানোর দিনে যখন আদালত চত্বরে যায়, সেখানে তার সঙ্গে উপস্থিত ছিল শেখ হজরত। আব্বাসকে আগ্নেয়াস্ত্র সরবরাহ এবং পালাতে সাহায্য করতে যে ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্রে সামিল ছিল শেখ হজরত। ইসলামপুর আদালত চত্বরের সিসিটিভি ফুটেজে দুজনকে একসঙ্গে দেখা যায়।

শেখ হজরত পেশায় পরিযায়ী শ্রমিক। বাড়ি গোয়ালপোখর থানার বলদিয়াগছ এলাকায়। হজরত আর আবালের শ্বশুরবাড়ি গোয়ালপোখরের ঝাড়বাড়ি গ্রামে। সেই সুবাদেই আবালের সঙ্গে তার পরিচয়। হজরতের কোনও ক্রিমিন্যাল ব্যাকগ্রাউন্ড নেই বলেই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে যে দুজনকে এক সঙ্গে দেখা যাচ্ছে তার মধ্যে খয়েরি রঙের জ্যাকেট পরিহিত আব্দুল ওরফে আবাল। অপর ব্যক্তি শেখ হজরত।

হজরতকে জিজ্ঞাসাবাদ করে আবালের অবস্থান সম্পর্কে বোঝার চেষ্টা করছে পুলিশের তদন্তকারী আধিকারিকরা বলেই পুলিশ সূত্রে খবর।

Next Article