রায়গঞ্জ: জোরকদমে চলছিল খোঁজ। অবশেষে রায়গঞ্জের (Raiganj) রবীন্দ্রপল্লীর গৃহবধূ সুপ্রিয়া দত্ত খুনের (Murder) মুল অভিযুক্ত গ্রেফতার ফালাকাটার হোটেল থেকে। ধৃতের নাম প্রবাল সরকার ওরফে ছোটো। বাড়ি কোচবিহার জেলার চ্যাংড়াবান্দায়। অভিযুক্ত প্রবাল নিজেও বিবাহিত বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি হোটেলে গা ঢাকা দিয়ে ছিল অভিযুক্ত। গোপন সূত্রে সেই খবর যায় পুলিশের কাছে। তারপরই প্রবালকে গ্রেফতার করে পুলিশ (Police)।
বৃহস্পতিবার প্রবালকে রায়গঞ্জ আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। জেলার পুলিশ সুপার মহাম্মদ সানা আখতার ফোনে জানিয়েছেন, গৃহবধু সুপ্রিয়া দত্ত খুনের ঘটনায় রায়গঞ্জ ও ফালাকাটা পুলিশের যৌথ দল প্রবালকে ফালাকাটা থেকে গ্রেফতার করেছে। এই মুহুর্তে তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলতে তিনি রাজি হননি। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে রাতই ধৃতকে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার প্রবালকে রায়গঞ্জ আদালতে তুলে নিজেদের রিমান্ডে নেওয়ার আবেদন করতে চলেছে পুলিশ, খবর এমনটাই।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই রায়গঞ্জের (Raiganj) রবীন্দ্রপল্লি এলাকায় নিজের ঘর থেকেই গলাকাটা দেহ উদ্ধার হয় সুপ্রিয়া দত্তর। যেদিন তিনি খুন হন সেদিন তাঁর বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গিয়েছিল। স্বামী গিয়েছিলেন অফিসে, ছেলে ছিল স্কুলে। বাড়ি ফিরে তাঁরা দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘর। খাটের উপর গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে সুপ্রিয়া দেবীর দেহ। এদিকে এর আগে তাঁর ছেলে আগেই দাবি করেছিলেন এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন থেকে পরিচয় ছিল সুপ্রিয়া দেবীর। তিনি এ ঘটনার নেপথ্যে রয়েছেন কিনা তা নিয়েও শুরু হয়েছিল তদন্ত। এমনকী প্রাথমিক তদন্তে সিসিটিভিতে দেখতে পাওয়া যাওয়া এক ব্যক্তিকে নিয়েও বাড়তে থাকে ধোঁয়াশা।