উত্তর দিনাজপুর: পুলিশ পরিচয় দিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিন শকুন্তলা গুপ্তের গলার সোনার গয়না ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অধ্যাপিকা শকুন্তলা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
সূত্রের খবর, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগের ডিন শকুন্তলা গুপ্ত মহাত্মা গান্ধী রোডে বাড়ি থেকে বেরিয়ে বেসরকারি বাস ষ্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছিলেন। সে সময় দুজন দীর্ঘকায়া ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শকুন্তলার পথ আটকে তাঁর গলার হার ও হাতের সোনার অলঙ্কার খুলে নিজের ব্যাগে রাখার পরামর্শ দেন।
তাঁরা শকুন্তলাকে একটি পুলিশের পরিচয়পত্র দেখান বলে দাবি করেন। প্রথমে ভয় পেয়ে গেলেও পরে গয়না খুলে নিজের ব্যাগে রাখলে ওই দুজন ব্যক্তির একজন অধ্যাপিকার ব্যাগ থেকে গয়না বের করে সাদা কাগজে মুড়ে দিয়ে ব্যাগে রেখে চম্পট দেন বলে অভিযোগ। অধ্যপিকার দাবি হাতে এবং গলার অলঙ্কার মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না খোয়া গেছে। এই ঘটনায় রায়গঞ্জ শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রায়গঞ্জ শহরে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।পুলিশের কাছে শকুন্তলা লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
আরজিকরের ঘটনার পর মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক তখনই প্রকাশ্যে রাস্তায় এভাবে মহিলা অধ্যাপিকার সঙ্গে ফিল্মি কায়দায় ছিনতাইয়ের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে পুলিশকে আবার প্রশ্নের মুখে দাঁড় করাল।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)