TMC Leader Death: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু TMC নেতার

Islampur TMC Shoot out: সূত্রের খবর, শনিবার রাত্রিবেলা স্থানীয় একটি হোটেলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্যরা আলোচনায় বসেছিলেন। ঠিক সেই দশ জনের একটি দুষ্কৃতী দল প্রকাশ্যে তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন বাপি ও মহম্মদ। দ্রুত তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

TMC Leader Death: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু TMC নেতার
বাপি রায়, মৃত তৃণমূল নেতাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2024 | 11:33 PM

ইসলামপুর: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোটের রেজাল্ট বেরিয়েছে। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এরই মধ্যে আবার জেলায় দুই তৃণমূল নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতী দলের বিরুদ্ধে। ঘটনায় মৃত ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী বাপি রায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক তৃণমূল নেতা। তিনি রামগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী। আহত ব্যক্তির নাম মহম্মদ সাজ্জাদ।

সূত্রের খবর, শনিবার রাত্রিবেলা স্থানীয় একটি হোটেলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্যরা আলোচনায় বসেছিলেন। ঠিক সেই দশ জনের একটি দুষ্কৃতী দল প্রকাশ্যে তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন বাপি ও মহম্মদ। দ্রুত তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা বাপিকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, মহম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এ দিকে, এই ঘটনায় হাসপাতালে পৌঁছন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি আততায়ীদের গ্রেফতারের দাবি জানান। তৃণমূল জেলা সভাপতি বলেন, “একটা মিটিং চলছিল। আচমকাই গুলি করেছে। কেন হঠাৎ করে গুলি করল বুঝতে পারছি না। ওইখানে সিসিটিভি আছে। পুলিশ আধিকারিকরা দেখে বিষয়টির তদন্ত করুক। তবে রাজনৈতিক কোনও কারণ বলে মনে হচ্ছে না।” ডেন্ডুপ শেরপা,অতিরিক্ত পুলিশ সুপার,ইসলামপুর পুলিশ জেলা বলেন, “আমরা তদন্ত করছি গোটা বিষটির।” তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “তৃণমূল যখন রায়গঞ্জে ৫০ হাজারের বেশি ভোটে জিতে বিজেপিকে জবাব দিতে পারল। সেই দিনই দেখলাম তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিকে খুন করা হল। এটা সর্বত্র করছে। যারা মানুষের দ্বারা প্রত্যাক্ষাত হয়েছে, দেউলিয়া হয়ে গিয়েছে, তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না, তারাই বাইরে থেকে গুণ্ডা এনে অস্ত্র দেখিয়ে, প্রাণে মেরে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে গেছে এগুলো যত বেশি করবে মানুষের দ্বারা ততবেশি প্রত্যাক্ষাত হবে।”