রণক্ষেত্র কালিয়াগঞ্জ
(নিজস্ব ছবি)
কালিয়াগঞ্জ: কিছুতেই যেন ঠান্ডা হচ্ছে না উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এখনও উত্তপ্ত এলাকা। আদিবাসী মিছিলকে কেন্দ্র করে শুরু হয় বিশৃঙ্খলা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে গিয়ে আহত টিভি ৯ বাংলার সাংবাদিক প্রসেনজিৎ চৌধুরী। (সর্বশেষ তথ্য উপরে)
- থানার আগুন নেভালেন পুলিশকর্মীরাই। মোড়ে মোড়ে টহলদারি পুলিশ চলছে। পরিস্থিতি আপাতত মোটের উপর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
- গোটা এলাকা জুড়ে পড়ে রয়েছে কাচের বোতল, বড় পাথর।
- এলাকা কার্যত দখলে চলে গিয়েছে আন্দোলনকারীদের। ক্ষিপ্র জনতাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
- কালিয়াগঞ্জ থানার ভিতরে আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। দাউদাউ করে জ্বলে ওঠে থানা। প্রাণ বাঁচাতে পুলিশ কর্মীরা লুকিয়ে পড়েছেন।
- পুলিশের ব্যারিকেডে আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। জ্বালিয়া দেওয়া হয় থানা।
- এ দিন, বিক্ষোভকারীরা থানায় আক্রমণ করে। থানার ভিতরে আগুন জ্বালানো হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আহত হন টিভি ৯ বাংলার সাংবাদিক।
- এই কর্মসূচিটি পূর্ব ঘোষিত ছিল। পুলিশ প্রশাসন অবগত ছিলেন। তারপরও কেন বাড়তি সতর্কতা নেওয়া হল না সেই বিষয়ে প্রশ্ন উঠছে।
- ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। আঘাত লেগেছে পুলিশকর্মীদেরও।
- ছত্রভঙ্গ করতে তখন টিয়ার গ্যাস ও জলকামান ছোড়ে।
- এরপর সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। সেই সময় পুলিশ বাধা দেয়। তখন উল্টোদিক থেকে পুলিশের উপর ইট বৃষ্টি শুরু হয়।
- এ দিন, বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশ।
- নাবালিকাকে ছাত্রী মৃত্যুর প্রতিবাদ জানিয়ে আজ বিক্ষোভ কর্মসূচি ছিল রাজবংশী, আদিবাসী, তফশিলি আদিবাসী সম্বন্বয় কমিটির ডাকে।
- গত শুক্রবার থেকেই কালিয়াগঞ্জের সাহেবঘাটা ও কালিয়াগঞ্জ থানা এলাকা দফায়-দফায় উত্তপ্ত হয়েছে।