West Bengal Assembly Election 2021 Phase 6: বিজেপি কর্মীকে মারধর, পাল্টা মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র নেতার

Apr 22, 2021 | 6:08 PM

উত্তর দিনাজপুর: তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে বিজেপি কর্মী ও সাধারন ভোটারদের মারধরের অভিযোগ। বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটে এই ঘটনায় উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জে। যদিও অভিযুক্ত পাল্টা কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ওই তৃণমূল ছাত্রনেতা। কালিয়াগঞ্জের তৃণমূল ছাত্র নেতা রাজা ঘোষ। বিজেপির অভিযোগ, ভোটের দিন সকাল থেকেই রাজার নেতৃত্বে বাইক বাহিনী […]

West Bengal Assembly Election 2021 Phase 6: বিজেপি কর্মীকে মারধর, পাল্টা মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র নেতার
নিজস্ব চিত্র।

Follow Us

উত্তর দিনাজপুর: তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে বিজেপি কর্মী ও সাধারন ভোটারদের মারধরের অভিযোগ। বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটে এই ঘটনায় উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জে। যদিও অভিযুক্ত পাল্টা কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ওই তৃণমূল ছাত্রনেতা।

কালিয়াগঞ্জের তৃণমূল ছাত্র নেতা রাজা ঘোষ। বিজেপির অভিযোগ, ভোটের দিন সকাল থেকেই রাজার নেতৃত্বে বাইক বাহিনী কালিয়াগঞ্জ শহরের চিড়াইলপাড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। রাজা ঘোষ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে হুমকি দিচ্ছিল। বিশেষ করে ১৭ নম্বর ওয়ার্ডে গিয়ে বিজেপির লোকজনের উপর বেশ হম্বিতম্বি করেন।

আরও পড়ুন: আমি কোভিড পজিটিভ’, অডিয়ো বার্তায় নিজেই জানালেন শশী পাঁজা

অভিযোগ, রাজা ঘোষ দলবল ও আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার কিছু যুবককে বেধড়ক মারধর করেন। এদিকে এলাকার ৪৩ ও ৪৪ নম্বর বুথ এলাকায় এলে একদল আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতী পালটা রাজা ঘোষকে মারধর করে বলে তৃণমূলের অভিযোগ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও ক্যুইক রেসপন্স টিম। তাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: বিজেপি কর্মীকে রিভলভারের বাট দিয়ে মার, ভোটের হিংসা খড়দহে

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: রাস্তায় খেলছিল বাচ্চারা, বিকট শব্দে কাঁপল এলাকা! স্‌প্লিন্টার ছিটকে সোজা শিশুর থুতনিতে

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: কেন্দ্রীয় বাহিনীর গুলিতে জখম হওয়ার অভিযোগ, উত্তপ্ত অশোকনগর

Next Article