‘আমি কোভিড পজিটিভ’, অডিয়ো বার্তায় নিজেই জানালেন শশী পাঁজা

রাজ্যজুড়ে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা (COVID 19)। ভোটের প্রচার, মিটিং-মিছিলে পর্যুদস্ত অতিমারির বাংলা।

'আমি কোভিড পজিটিভ', অডিয়ো বার্তায় নিজেই জানালেন শশী পাঁজা
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 5:27 PM

কলকাতা: করোনা আক্রান্ত তৃণমূলের (Trinamool Congress) বিদায়ী মন্ত্রী শশী পাঁজা। নিজেই অডিয়ো বার্তায় সে কথা জানালেন। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। ভোটের আবহে ইতিমধ্যেই একাধিক তৃণমূল নেতা করোনা আক্রান্ত হয়েছেন। মদন মিত্র, কাজল সিনহা, মমতাবালা ঠাকুর রয়েছেন সেই তালিকায়।

একুশের বিধানসভা ভোটে শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা বৃহস্পতিবার এক অডিয়ো বার্তায় বলেন, “দু’ তিনদিন ধরে একটু অসুস্থ বোধ করছিলামই। গতকাল টেস্ট করিয়েছি। আমার কোভিড পজিটিভ এসেছে।” যেহেতু প্রার্থী নিজেই চিকিৎসক, তাই রিপোর্ট আসার আগে থেকেই সতর্কতা নিতে শুরু করেন।

শশী পাঁজার কথায়, ভয়ের কোনও কারণ নেই। তিনি শেষবেলার প্রচারে বেরোতে না পারলেও তাঁর সঙ্গীরা ময়দানেই থাকবেন। একইসঙ্গে ওয়ার্ডে ওয়ার্ডে অটোয় প্রচারের কথাও বলেন তিনি। আপাতত ঘর থেকেই চলবে শশী পাঁজার ভোট কড়চা। তবে একটাই আফশোস এই প্রার্থীর, অষ্টম দফায় উত্তর কলকাতায় ভোটের আগে চেয়েছিলেন পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করতে। এখন তা কী ভাবে করবেন না নিয়ে দ্বিধায় রয়েছেন। ‘ভার্চুয়ালি মিট’ ছাড়া এই মুহূর্তে আর কোনওকিছুই সম্ভব নয়।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: বিজেপি কর্মীকে রিভলভারের বাট দিয়ে মার, ভোটের হিংসা খড়দহে

রাজ্যজুড়ে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা। ভোটের প্রচার, মিটিং-মিছিলে পর্যুদস্ত বাংলা। হু হু করে বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুর হারও। আমজনতার পাশাপাশি সংক্রমিত হচ্ছেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও। অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি মদন মিত্র। তাঁরও কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ। তবে শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার আরেক তৃণমূল নেতা সাধন পাণ্ডে হাসপাতালে ভর্তি হলেও তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ।