West Bengal Panchayat Elections 2023: তৃণমূল-নির্দলের সংঘর্ষে জখম পাঁচ, পুনর্নির্বাচনের দিনেও তপ্ত ইসলামপুর

Rupak Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 10, 2023 | 6:53 PM

West Bengal Panchayat Elections 2023: এই ঘটনায় তৃণমূলের প্রার্থী-সহ দু'পক্ষের বেশ কয়েকজন জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার বিশাল বাহিনী। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

West Bengal Panchayat Elections 2023: তৃণমূল-নির্দলের সংঘর্ষে জখম পাঁচ, পুনর্নির্বাচনের দিনেও তপ্ত ইসলামপুর
ইসলামপুরে তৃণমূল-নির্দল সংঘর্ষে আহত ৫

Follow Us

ইসলামপুর: ভোট পরবর্তী হিংসা অব্যাহত ইসলামপুরে। তৃণমূল ও নির্দলের মধ্যে সংঘর্ষে জখম পাঁচ। ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের রুইয়াপাড়া এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, সকালে রুইয়াপাড়া গ্রামের এক তৃণমূল কর্মী বাজার করতে গিয়েছিলেন। সেখানে নির্দলের সমর্থকরা ওই তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ। সেই খবর রুইয়া গ্রামে ছড়িয়ে পড়তেই তৃণমূল ও নির্দলদের মধ্যে সংঘর্ষ হয়। ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠে নির্দলদের বিরুদ্ধে।

এই ঘটনায় তৃণমূলের প্রার্থী-সহ দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার বিশাল বাহিনী। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের একাধিক প্রান্ত থেকে হিংসার অভিযোগ উঠেছে। পুনর্নির্বাচনের দিনেও ইসলামপুরের মাটিকুণ্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২০ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। বুথের সামনেই বোমাবাজির অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বোমাবাজির ঘটনায় চার জনকে গ্রেফতারও করা হয়।

নির্বাচনের দিনেও এই মাটিকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ ওঠে। বিরোধীরা এই বুথে পুনর্নির্বাচনের দাবি তোলেন। কমিশনও বিষয়টি খতিয়ে দেখে। শনিবার এই বুথে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হয়। তবে এদিন সকাল থেকেও এই বুথ সংলগ্ন এলাকাগুলিতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসে। গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

Next Article