বঙ্গ রাজনতির প্রেক্ষাপটে উত্তর দিনাজপুর যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জেলা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, আর ২টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই বারংবার উঠে এসেছে এই জেলা থেকে। বিধায়ক কৃষ্ণ কল্যানীকে নিয়েও কম জলঘোলা হয়নি। এবারের পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে থাকল কোন দল? কে কতগুলি আসনই বা দখল করল? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়⇒
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
পূর্ব মেদিনীপুর || বাঁকুড়া || পশ্চিম বর্ধমান || পূর্ব বর্ধমান || বীরভূম || কোচবিহার || দক্ষিণ দিনাজপুর || হুগলি || হাওড়া || জলপাইগুড়ি || ঝাড়গ্রাম || উত্তর দিনাজপুর || মালদহ || আলিপুরদুয়ার || পঃ মেদিনীপুর || মুর্শিদাবাদ || নদিয়া || উত্তর ২৪ পরগনা || দক্ষিণ ২৪ পরগনা || পুরুলিয়া || দার্জিলিং || কালিম্পং |
⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑
………………………………………………………………………………………………………………………………………
জেলার বোর্ড ভিত্তিক ফল ২০২৩ | |||||||
---|---|---|---|---|---|---|---|
ত্রিস্তর | মোট আসন | তৃণমূল | বিজেপি | কংগ্রেস | বাম | অন্যান্য | ত্রিশঙ্কু |
গ্রাম পঞ্চায়েত | ৯৮ | ৬৪ | ৯ | ০ | ০ | ২৫ | ০ |
পঞ্চায়েত সমিতি | ৯ | ৯ | ০ | ০ | ০ | ০ | ০ |
জেলা পরিষদ | ২৬ | ২৩ | ০ | ৩ | ০ | ০ | ০ |
………………………………………………………………………………………………………………………………………………
জেলা পরিষদ আসন ভিত্তিক ফল | ||
---|---|---|
দল | ২০১৮ | ২০২৩ |
মোট আসন | ২৬ | ২৬ |
তৃণমূল | ২৪ | ২৩ |
বিজেপি | ১ | ০৩ |
বাম | ১ | ০০ |
কংগ্রেস | ০ | ০০ |
অন্যান্য | ০ | ০০ |
পঞ্চায়েত সমিতি আসন ভিত্তিক ফল | ||
দল | ২০১৮ | ২০২৩ |
মোট আসন | ২৮৭ | ২৫২/২৯৩ |
তৃণমূল | ১৯৭ | ১৭২ |
বিজেপি | ৫৫ | ৪০ |
বাম | ১৫ | ০৩ |
কংগ্রেস | ৬ | ১৫ |
অন্যান্য | ১৪ | ২২ |
গ্রাম পঞ্চায়েত আসন ভিত্তিক ফল | ||
দল | ২০১৮ | ২০২৩ |
মোট আসন | ১৬৪৯ | ২১৫৮/২২২০ |
তৃণমূল | ৮৬৭ | ১২৯৪ |
বিজেপি | ৩৮৮ | ৩৮০ |
বাম | ১৪৮ | ৮৯ |
কংগ্রেস | ৮৩ | ২০১ |
অন্যান্য | ১৬৩ | ১৯৪ |
উত্তর দিনাজপুর জেলায় তিন সাংসদ বিজেপির। তবে বিধানসভা আসনের দিকে নজর দিলেই বোঝা যাবে, তৃণমূলে প্রতিপত্তি কতটা। এই জেলার (Uttar Dinajpur Panchayat Election Results 2023) অন্যতম বিধায়ক কৃষ্ণ কল্যানীকে নিয়ে রয়েছে বিতর্ক। তাঁকে শাসক দলে যোগ দিতে দেখা গেলেও খাতায় কলমে এখনও তিনি বিজেপির বিধায়ক। আবার বিধানসভার পিএসি-র চেয়ারম্যানও তিনি। অন্যদিকে, সম্প্রতি একাধিকবার শিরোনামে এসেছেন জেলার বর্ষীয়ান নেতা তথা ১১ বারে বিধায়ক আব্দুল করিম চৌধুরী। দলের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বারবার। পঞ্চায়েত নির্বাচনের আগে আব্দুল করিমের সেই বক্তব্য গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনের ফলে তার কোনও প্রভাব পড়ে কি না, সেদিকেই তাকিয়ে সব মহল।
ভৌগলিক চরিত্র
এই জেলার একটা বড় অংশ ধান চাষ হয়। এছাড়াও ভুট্টা চাষের ওপরও নির্ভর করেন বহু মানুষ। পাট চাষ হয় কোথাও কোথাও। মূলত জেলার জমি সমতল হলেও বেশ কিছুটা অংশের ঢাল রয়েছে উত্তর থেকে দক্ষিণ মুখে। অনেক ইতিহাসের সাক্ষীও এই জেলা।
উত্তরবঙ্গের এই জেলার আয়তন ৩ হাজার ১৪২ বর্গ কিলোমিটার।
এই জেলার জনসংখ্যা ৩০ লক্ষ ৭ হাজার ১৩৪। জেলায় শিক্ষার হার ৬০.১৩ শতাংশ।
বিধানসভা আসন-৯
২০২১-এর নির্বাচনে ৭টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, আর দুটি আসনে বিজেপি। যদিও পরবর্তীতে সৌমেন রায় ও কৃষ্ণ কল্যাণী, এই দুই বিধায়ককে তৃণমূলে যোগ দিতে দেখা যায়। তবে খাতায় কলমে এখনও তাঁরা বিজেপিরই বিধায়ক।
লোকসভা আসন-৩
এই জেলায় তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে। তিনটিতেই সাংসদ বিজেপির। রাজু বিস্তা, দেবশ্রী চৌধুরী, সুকান্ত মজুমদারের মতো তিন প্রথম সারির বিজেপি নেতা রয়েছেন সাংসদ পদে।
জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে কত আসন-
পঞ্চায়েত সমিতি-৯
আসন সংখ্যা-২৮৭
গ্রাম পঞ্চায়েত-৯৮
আসন সংখ্যা-১৬৪৯
জেলা পরিষদ-
আসন সংখ্যা-২৬
২০১৮ সালের হিসেব
গ্রাম পঞ্চায়েত-
তৃণমূল-৮৯৭
বিজেপি-৩৮৮
বাম-১৪৮
কংগ্রেস-৮৩
অন্যান্য-১৬৩
পঞ্চায়েত সমিতি-
তৃণমূল- ১৯৭
বিজেপি- ৫৫
বাম- ১৫
কংগ্রেস- ৬
অন্যান্য- ১৪
জেলা পরিষদ-
তৃণমূল- ২৪
বিজেপি- ১
বাম- ১