Bankura Zilla Parishad Election 2023 Results: বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল, গতবারের তুলনায় আসন দ্বিগুণ হল বিজেপির

Bankura: এই নির্বাচন যুযুধান প্রতিপক্ষের কাছে পঞ্চায়েত নির্বাচন অ্যাসিড টেস্টের মতো। বাঁকুড়া জেলায় মোট তিনটি মহকুমা। বাঁকুড়া সদর, খাতড়া ও বিষ্ণুপুর।

Bankura Zilla Parishad Election 2023 Results: বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল, গতবারের তুলনায় আসন দ্বিগুণ হল বিজেপির
নিজস্ব চিত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 10:21 AM

এক সময় লাল দুর্গ ছিল বাঁকুড়া। কিন্তু তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ঘাসফুলে ছেয়ে গিয়েছিল এই জেলা। যদিও ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি চিড় ধরায় তৃণমূলের সাম্রাজ্যে। রাঢ়বঙ্গের এই জেলায় গ্রাম পঞ্চায়েতের ফলে আধিপত্য বজায় রেখেছে তৃণমূল। সেখানে কত আসন পেল বিজেপি? বাম-কংগ্রেস কতটা প্রভাব ফেলতে পারল? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

জেলার বোর্ড ভিত্তিক ফল ২০২৩
ত্রিস্তর মোট আসন তৃণমূল বিজেপি কংগ্রেস বাম অন্যান্য ত্রিশঙ্কু
গ্রাম পঞ্চায়েত ১৯০ ১৬২ ১০ ১৮
পঞ্চায়েত সমিতি ২২ ২২
জেলা পরিষদ ৫৬ ৫৫

………………………………………………………………………………………………………………………………………………

জেলা পরিষদ আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৪৬ ৫৬
তৃণমূল ০০ ৫৫
বিজেপি ০০
বাম ০০
কংগ্রেস ০০
অন্যান্য ০০
পঞ্চায়েত সমিতি আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৫৩৫ ৫৪৯/৫৬১
তৃণমূল ৪৯৪ ৪৮১
বিজেপি ৩৩ ৫৯
বাম ০৬
কংগ্রেস ০০
অন্যান্য
গ্রাম পঞ্চায়েত আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ২৫০৫ ৩১২৭/৩১২৯
তৃণমূল ২১৩৮ ২৩৪৮
বিজেপি ২৩৪ ৫৫১
বাম ৬১ ১৪৩
কংগ্রেস ০৬
অন্যান্য ৭১ ৭৯

এক সময়ের লাল দুর্গ। ২০১১ সালে যখন ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল শাসকদল, তখনও বাঁকুড়ায় নিজেদের ক্ষমতা অটুট রেখেছিল বামেরা (Bankura Panchayat Election Results 2023)। ২০১৬ সালে সেই দুর্গে ফাটল ধরায় শাসক শিবির। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে আবার তাতে চিড় ধরায় পদ্মশিবির। একুশ সালের নির্বাচনে আটটি আসন দখল করে নেয় বিজেপি। সামনে আবার চব্বিশের নির্বাচন। এই নির্বাচন যুযুধান প্রতিপক্ষের কাছে পঞ্চায়েত নির্বাচন অ্যাসিড টেস্টের মতো। বাঁকুড়া জেলায় মোট তিনটি মহকুমা। বাঁকুড়া সদর, খাতড়া ও বিষ্ণুপুর।

ভৌগোলিক চরিত্র-

বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। রাঢ়বঙ্গের প্রাণকেন্দ্র। ছোটো টিলা, কাঁকুড়ে লাল মাটি, খরস্রোতা নদীই বাঁকুড়ার প্রধান বৈশিষ্ট্য। জেলার মোট ভৌগোলিক আয়তন ৬৮৮২ বর্গ কিলোমিটার। উত্তরে পশ্চিম বর্ধমান জেলা, দক্ষিণে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা, দক্ষিণ-পূর্ব হুগলি জেলা এবং পশ্চিমে পুরুলিয়া জেলা।

জেলার মোট আয়তন ৬৮৮২ বর্গ কিলোমিটার

বিধানসভা আসন-১২ ২০২১ সালে তৃণমূল জেতে ৪টি আসনে বিজেপি পায় ৮ টি আসন। পরবর্তীকালে বিজেপি-র একজন বিধায়ক তৃণমূলের যোগ দেন। ফলে বর্তমান সমীকরণ, তৃণমূল ৫, বিজেপি ৭।

লোকসভা ২

বাঁকুড়া জেলায় দুটি লোকসভা, বাঁকুড়া ও বিষ্ণুপুর। বাঁকুড়ায় সাংসদ সুভাষ সরকার ও বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ।

পঞ্চায়েত সমিতি-২২ আসন সংখ্যা-৫৬১

গ্রাম পঞ্চায়েত-১৯০ আসন সংখ্যা-৩১২৯

জেলা পরিষদ- আসন সংখ্যা-৫৬

২০১৮ সালের হিসেব

গ্রাম পঞ্চায়েত- তৃণমূল-২১৩৮ বিজেপি-২৩৪ সিপিআই-৫৯ কংগ্রেস-১ নির্দল-৭০ অন্যান্য-১

পঞ্চায়েত সমিতি- তৃণমূল-৪৯৪ বিজেপি-৩৩ সিপিএম-৩ নির্দল-৫