Purba Bardhaman Zilla Parishad Election Results 2023: পূর্ব বর্ধমানে তৃণমূলের ধারে কাছে নেই বিরোধীরা

Purba Bardhaman Zilla Parishad Election Results 2023: একসময় সিপিএমের প্রভাবে কাঁপত বিরোধীরা। আজ সেই জেলার সব বিধায়ক তৃণমূলের। তাঁদের মধ্যে দুজন আবার মন্ত্রী।

Purba Bardhaman Zilla Parishad Election Results 2023: পূর্ব বর্ধমানে তৃণমূলের ধারে কাছে নেই বিরোধীরা
Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 10:25 AM

পূর্ব বর্ধমানের লাল দুর্গে এক সময় দাঁত ফোটানোর সুযোগ পেত না বিরোধীরা। কিন্ত রাজ্যে পালাবদলের পর ঘাসফুলের রমরমা বাড়তে থাকে। তৃণমূলের দাপটে এখন অনেকটাই কোণঠাসা বিরোধীরা। যদিও পঞ্চায়েতে জমি ফিরে পেতে চেষ্টার কসুর করছে না বামেরা। কিন্তু সেই লক্ষ্যে কতটা সফল হবে লাল শিবির? তৃণমূলের দাপটে ভাগ বসাতে পারবে বিরোধীরা? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

…………………………………………………………………………

জেলার বোর্ড ভিত্তিক ফল ২০২৩
ত্রিস্তর মোট আসন তৃণমূল বিজেপি কংগ্রেস বাম অন্যান্য ত্রিশঙ্কু
গ্রাম পঞ্চায়েত ২১৫ ২০৮
পঞ্চায়েত সমিতি ২৩ ২৩
জেলা পরিষদ ৬৬ ৬৬

……………………………………………………………………………………

জেলা পরিষদ আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৫৮ ৬৬
তৃণমূল ০০ ৬৬
বিজেপি ০০ ০০
বাম ০০ ০০
কংগ্রেস ০০ ০০
অন্যান্য ০০ ০০
পঞ্চায়েত সমিতি আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৬১৮ ৪৬৭/৬৪০
তৃণমূল ৬০৯ ৪৪৫
বিজেপি ১২
বাম ১০
কংগ্রেস ০০
অন্যান্য ০০
গ্রাম পঞ্চায়েত আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৩২৩৩ ৩৮০৯/৪০১০
তৃণমূল ৩১৩৯ ৩৩১৬
বিজেপি ২৯ ১৯৫
বাম ১৪ ২৫৫
কংগ্রেস
অন্যান্য ৪৮ ৪২

পূর্ব বর্ধমান জেলায় একসময় বামেদের প্রতিপত্তি ছিল চোখে পড়ার মতো। লাল দুর্গে মাথা গলানোই মুস্কিল ছিল বিরোধীদের। পরে সেই আসে পরিবর্তন। ঘাসফুলে ঢাকে গোটা জেলা। আজও জেলার সর্বত্রই রয়েছে তৃণমূলের প্রভাব। তবে বিরোধীরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। পঞ্চায়েতে (Purba Bardhaman Panchayat Election Results 2023) পূর্ব বর্ধমানে পুরনো দাপট ফেরাতে মরিয়া সিপিএম। আদতে কী হবে, তা স্পষ্ট হবে ১১ জুলাই।

ভৌগলিক চরিত্র

বর্ধমান জেলার চারপাশে রয়েছে নদী। রয়েছে ভাগিরথী, অজয়, দ্বারকেশ্ব, দামোদর। মূলত বর্ধমান নামে একটিই জেলা ছিল। বছর কয়েক আগে সেই জেলা ভেঙে তৈরি হয় পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান।

এই জেলার আয়তন ৫ হাজার ৪৩৩ বর্গ কিলোমিটার।

এই জেলার জনসংখ্যা ৪৮ লক্ষ ৩৫ হাজার ৫৩২। জেলায় শিক্ষার হার ৭৫.৪৮ শতাংশ।

বিধানসভা আসন- ১৬ এই জেলায় ১৬টি বিধানসভাই রয়েছে তৃণমূলের দখলে। মন্ত্রিসভাতেও রয়েছেন এই জেলার দুই বিধায়ক। সিদ্দিকুল্লা চৌধুরী ও স্বপন দেবনাথ রাজ্যের মন্ত্রী। ফলে, ঘাসফুলের প্রভাব কতটা, তা সহজেই অনুমান করা যাচ্ছে। সেখানে বিরোধীরা দাঁত ফোটাতে পারবে কি না, সেই প্রশ্নও থাকছে।

লোকসভা আসন- ৪ এই জেলার দুই লোকসভা আসন হল বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুর। এছাড়া বোলপুর ও বিষ্ণপুর লোকসভা কেন্দ্রের কিছুটা অংশ রয়েছে এই জেলার মধ্যে। বর্ধমান পূর্বের সাংসদ তৃণমূলের সুনীল কুমার মণ্ডল, আর বোলপুরের সাংসদ তৃণমূল নেতা অসিত কুমার মাল। অন্যদিকে, বর্ধমান দুর্গাপুর ও বিষ্ণপুর লোকসভা কেন্দ্র রয়েছে বিজেপির দখলে। সাংসদেরা হলেন এসএস আলুওয়ালিয়া ও সৌমিত্র খাঁ। সুতরাং, তৃণমূল প্রভাবতি এলাকা হলেও বিজেপির দাপট কম নেই।

জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে কত আসন-

পঞ্চায়েত সমিতি- ২৩ আসন সংখ্যা- ৬৪০

গ্রাম পঞ্চায়েত- ২১৫ আসন সংখ্যা- ৪০১০

জেলা পরিষদ- আসন সংখ্যা- ৬৬

২০১৮ সালের হিসেব

গ্রাম পঞ্চায়েত- তৃণমূল- ৩১৩৯ বিজেপি- ২৯ সিপিএম- ১৪ কংগ্রেস- ৩ নির্দল- ৪৮

পঞ্চায়েত সমিতি- তৃণমূল- ৬০৯ বিজেপি- ৩ সিপিএম- ১ নির্দল- ৫

জেলা পরিষদ- সব আসনেই জয়ী তৃণমূল