Purulia Zilla Parishad Election 2023 Results: অযোধ্যা পাহাড় তৃণমূলের দখলে, পুরুলিয়ার জমি কার্যত হাতছাড়া বিজেপির

এই জেলা নিয়ে যে শাসকদলের মাথা ব্যাথা রয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এবার পঞ্চায়েত নির্বাচনে বড় ফ্যাক্টর কুড়মি আন্দোলন। আর এর মধ্যেই নিজের গড় ফেরাতে মরিয়া চেষ্টা শাসকদলের।

Purulia Zilla Parishad Election 2023 Results: অযোধ্যা পাহাড় তৃণমূলের দখলে, পুরুলিয়ার জমি কার্যত হাতছাড়া বিজেপির
Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 11:04 AM

জঙ্গলে ভরা লাল মাটির দেশ পুরুলিয়া। এখানকার সংস্কৃতির কদর রয়েছে গোটা দেশে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলে একচ্ছত্র প্রভাবে অনেকটা থাবা বসিয়েছিল বিজেপি। কংগ্রেসও নিজেদের এলাকা ধরে রেখেছিল। পঞ্চায়েতেই বিরোধীদের উত্থানের ধারা বজায় থাকবে পুরুলিয়ায়। জঙ্গল ঘেরা পাহাড়ি এলাকায় তৃণমূল নিজেদের হারানো ভূমি ফের পুনরুদ্ধারে সক্ষম হবে? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

জেলার বোর্ড ভিত্তিক ফল ২০২৩
ত্রিস্তর মোট আসন তৃণমূল বিজেপি কংগ্রেস বাম অন্যান্য ত্রিশঙ্কু
গ্রাম পঞ্চায়েত ১৭০ ১২৩ ১১ ৩৩
পঞ্চায়েত সমিতি ২০ ২০
জেলা পরিষদ ৪৫ ৪২

……………………………………………………………………

জেলা পরিষদ আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৩৮ ৪৫
তৃণমূল ২৬ ৪২
বিজেপি ০২
বাম ০০
কংগ্রেস ০০
অন্যান্য ০১
পঞ্চায়েত সমিতি আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৪৪৬ ৪৯০/৪৯৬
তৃণমূল ২৩৯ ৩৯২
বিজেপি ১৪২ ৫৫
বাম ২৫ ১০
কংগ্রেস ৩৩ ১৭
অন্যান্য ১৬
গ্রাম পঞ্চায়েত আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ১৯৪৪ ১৭৪৯/২৪৭৬
তৃণমূল ৮৬৪ ১৩৩৫
বিজেপি ৬৪৫ ৩২০
বাম ১৭৯ ১২২
কংগ্রেস ১৫০ ৭৫
অন্যান্য ১০৬ ১৮৫

রাজ্যজুড়ে ঘাসফুলের দাপট! তার মধ্যেও ২০১৮ সালে বঙ্গ বিজেপির মুখ রক্ষা করেছিল পুরুলিয়া (Purulia Panchayat Election Results 2023)। একাধিক পঞ্চায়েতে জয় পায় বিজেপি। ক্রমশ এই জেলায় নিজেদের মাটি শক্ত করে বিজেপি। রাজনৈতিকমহলের মতে, আদিবাসী মানুষের ক্ষোভই হয়ে উঠেছিল বিজেপির তাস। পঞ্চায়েত পেরিয়ে সেই হাওয়া অব্যাহত ছিল ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও। একের পর এক আসনে বিজেপি প্রার্থীরা জয় পায়। ফলে এই জেলা নিয়ে যে শাসকদলের মাথা ব্যাথা রয়েছে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এবার পঞ্চায়েত নির্বাচনে বড় ফ্যাক্টর কুড়মি আন্দোলন। আর এর মধ্যেই নিজের গড় ফেরাতে মরিয়া চেষ্টা শাসকদলের। পাল্টা গড় আগলে রাখতে ময়দানে বিজেপিও।

ভৌগলিক চরিত্র

পুরুলিয়া মানেই লাল মাটির দেশ! জঙ্গলমহলের বড় অংশ এই জেলার সঙ্গেই যুক্ত। ঝাড়খন্ডের গা ঘেষে থাকা এই জেলায় একটা সময় ছিল মাওবাদীদের দাপট। যদিও সময়ের সঙ্গে এই জেলাতেও পরিবর্তনের হাওয়া দেখা গিয়েছে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে জায়গা করে নিয়েছে পুরুলিয়া। মুল মালভূমি অঞ্চল। চারপাশে ছোট পাহাড় রয়েছে। পুরুলিয়ার আদিবাসী সংস্কৃতির কদর রয়েছে সারা বাংলায়। বিশেষ করে এই জেলার ছৌ নাচ বিশ্বে খ্যাতি নিয়েছে।

এই জেলার আয়তন ৬ হাজার ২৫৯ বর্গ কিলোমিটার।

এই জেলার জনসংখ্যা ২৯ লক্ষ ৩০ হাজার ১১৫। জেলায় শিক্ষার হার ৬৪.৪৮ শতাংশ।

বিধানসভা আসন- ৯

বিধানসভা আসনগুলিতে নজর রাখলেই বোঝা যাবে এই জেলায় শাসকদলকে চাপে ফেলতে যথেষ্ট শক্তি রয়েছে। ৯ টি আসনের মধ্যে ৬ টিতেই রয়েছেন বিজেপির বিধায়ক। আর তৃণমূলের তিন। এই রাজ্যে যখন বিজেপির উত্থান শুরু হয় তখন থেকেই পুরুলিয়া জেলায় বিজেপি নিজেদের সংগঠনকে মজবুত করে। ২০২১ সালে নির্বাচনে সেই প্রভাব অব্যাহত ছিল। আদিবাসী গড় হিসাবে পরিচিত পুরুলিয়াতে কার্যত গেরুয়া ঝড় দেখা যায়।

লোকসভা আসন- ৩

এই জেলায় তিনটি লোকসভা আসন রয়েছে। তিন সাংসদও বিজেপির। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই তিন কেন্দ্রের সাংসদরা হলেন জ্যোতিময় মাহাতো, সুভাষ সরকার এবং কুণার হেমব্রম। এর মধ্যে সুভাষ সরকার কেন্দ্রীয়মন্ত্রীও বটে। ফলে এই জেলায় যে গেরুয়া শিবিরের যথেষ্ট প্রভাব রয়েছে তা স্পষ্ট।

জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে কত আসন-

পঞ্চায়েত সমিতি- ২০ আসন সংখ্যা- ৪৪৬ গ্রাম পঞ্চায়েত- ১৭০ আসন সংখ্যা- ১৯৪৪

জেলা পরিষদ- আসন সংখ্যা- ৩৮

২০১৮ সালের হিসেব

গ্রাম পঞ্চায়েত-

তৃণমূল- ৮৬৩ বিজেপি- ৬৪৫ সিপিএম- ১৫৪

সিপিআই-১ ফরওয়ার্ড ব্লক- ২৪ কংগ্রেস- ১ ৫০ নির্দল- ১০০ অন্যান্য – ৬

পঞ্চায়েত সমিতি-

তৃণমূল- ২৩৯ বিজেপি- ১৪২ সিপিএম- ২১ কংগ্রেস- ৩৩ ফরওয়ার্ড ব্লক- ৪ নির্দল- ৫ অন্যান্য- ২

জেলা পরিষদ-

তৃণমূল- ২৬ বিজেপি- ৯ কংগ্রেস- ০৩