Birbhum Zilla Parishad Election Results 2023: অনুব্রতহীন বীরভূমেও বজায় রইল ঘাসফুলের দাপট

Birbhum Zilla Parishad Election Results 2023: শাসকদলের গোষ্ঠীকোন্দল রয়েছে নানুর, খয়রাশোল, ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ একাধিক এলাকায়। এই পরিস্থিতিতে যুযুধান প্রতিপক্ষকে পিছনেই রাখতে বীরভূমে শাসক শিবির কোন স্ট্র্যাটেজি নেয় সেটাই দেখার।

Birbhum Zilla Parishad Election Results 2023: অনুব্রতহীন বীরভূমেও বজায় রইল ঘাসফুলের দাপট
বীরভূমImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 10:33 AM

বীরভূমের বেতাজ বাদশা এখন জেলে! গত পঞ্চায়েত ভোটে লাল মাটির দেশকে বিরোধী শূন্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু তাঁর অনুপস্থিতি সত্ত্বেও ঘাসফুলের প্রভাব তেমন কমেনি। অন্তত গণনার প্রাথমিক প্রবণতায় তেমনই ইঙ্গিত। কেষ্টহীন রাঙামাটিতে কতটা প্রভাব ফেলতে পারবে বিরোধীরা? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট জেলায়⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

জেলার বোর্ড ভিত্তিক ফল ২০২৩
ত্রিস্তর মোট আসন তৃণমূল বিজেপি কংগ্রেস বাম অন্যান্য ত্রিশঙ্কু
গ্রাম পঞ্চায়েত ১৬৭ ১৩৯ ২১
পঞ্চায়েত সমিতি ১৯ ১৯
জেলা পরিষদ ৫২ ৫১

……………………………………………………………………………………………………………………………………………

জেলা পরিষদ আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৪২ ৫২
তৃণমূল ০০ ৫১
বিজেপি ০০ ০০
বাম ০০ ০০
কংগ্রেস ০০ ০১
অন্যান্য ০০ ০০
পঞ্চায়েত সমিতি আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ৪৬৫ ৪৮৮/৪৯০
তৃণমূল ৪৫৫ ৪১৯
বিজেপি ৩৫
বাম ২০
কংগ্রেস ১২
অন্যান্য ০২
গ্রাম পঞ্চায়েত আসন ভিত্তিক ফল
দল ২০১৮ ২০২৩
মোট আসন ২২৪৭ ২৭৯৩/২৮৫৯
তৃণমূল ২১৭৩ ২১২১
বিজেপি ৬৩ ৩৩৪
বাম ১৬৮
কংগ্রেস ১২৫
অন্যান্য ৪৫

এবার বীরভূমের ‘বেতাজ বাদশা’ তিহাড়ে। তৃণমূলের নেতারা বলেন তিনি নাকি বীরভূমের বাঘ। তবে এবারের পঞ্চায়েতে কার্যত অভিভাবকহীন তৃণমূল। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে (Birbhum Panchayat Election Results 2023) নজিরবিহীনভাবে ওই এলাকায় জয় পেয়েছিল তৃণমূল। ‘দক্ষ সংগঠক’ কেষ্টর ওপর বরাবরই ভরসা রেখেছেন নেত্রী। ‘নিজের ক্যারিশ্মা’ ও সংগঠনকে হাতিয়ার করে বরাবরই দিদির চোখে নিজের স্কোর বাড়িয়ে রেখেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁর অনুপস্থিতিতে রাঙামাটিতে হুল ফোটাতে মরিয়া বিজেপি। কিন্তু তাতে বাধা হয়েছে দাঁড়াচ্ছে অন্তর্দ্বন্দ্ব। শাসকদলের গোষ্ঠীকোন্দল রয়েছে নানুর, খয়রাশোল, ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ একাধিক এলাকায়। এই পরিস্থিতিতে যুযুধান প্রতিপক্ষকে পিছনেই রাখতে বীরভূমে শাসক শিবির কোন স্ট্র্যাটেজি নেয় সেটাই দেখার।

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা সবচেয়ে বেশি আসন রয়েছে বীরভূমেই।

এবার নির্বাচন বীরভূমের তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। যুযুধান প্রতিপক্ষ চাইছে, বীরভূমের নিজের পায়ের তলার মাটি শক্ত করতে।

ভৌগোলিক চিত্র

বীরভূম বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। এই জেলাকে বলা হয় রাঙামাটির দেশ। জেলার একমাত্র পাহাড় মামা-ভাগ্নে, যেটি দুবরাজপুরের অদূরে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এই জেলার একমাত্র বৃহৎশিল্প। আর কবিগুরুর শান্তিনিকেতনের পৌষমেলা ও জয়দেব কেন্দুলির বাউল মেলা বীরভূমের বিশেষ গুরুত্বপূর্ণ। বীরভূমের তিনটি মহকুমা, সিউড়ি সদর, বোলপুর ও রামপুরহাট।

বীরভূম জেলার উত্তরে মালদহ জেলা, দক্ষিণে বর্ধমান জেলা, পূর্বে মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিমে ঝাড়খন্ড রাজ্য।

বীরভূমের জেলার মোট জনসংখ্যা ৩৫ লক্ষ ২ হাজার ৩৮৭ জন।

বীরভূম জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে ১১টি। ১০টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। কেবলমাত্র দুবরাজপুরে জয়ী হয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের জয়ী প্রার্থী অনুপকুমার সাহা।

লোকসভা আসন-২ ২টি আসনই তৃণমূলের। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে সাংসদ শতাব্দী রায়। আর বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিতকুমার মাল। উল্লেখ্য, সম্প্রতি অসিতকুমার মালের ভাইপো তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন।

গ্রাম পঞ্চায়েত ১৬৭ আসন সংখ্যা ২৮৫৯ তৃণমূল ২১৭৩ বিজেপি ৬৩ বাম ৫ কংগ্রেস ১ ফরওয়ার্ড ব্লক ১ নির্দল ৪

পঞ্চায়েত সমিতি -১৯ মোট আসন ৪৯০ তৃণমূল ৪৫৫ বিজেপি ৮ কংগ্রেস ০ সিপিএম ১ আরএসপি ১

জেলা পরিষদ মোট আসন ৫২ সবই তৃণমূল