হুগলি: সকালে হঠাৎ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ফুরফুরা শরীফে আসেন। দেখা করেন পীরজ্বাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে এবং ঘোষণা করেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ভোটে সামনে থেকে লড়বেন তাঁর দল। রাজ্য রাজনীতির নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যের পীরজ্বাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।
রবিবার সন্ধে ৮টা নাগাদ ফুরফুরা শরীফে পীরজ্বাদা ত্বহা সিদ্দিকীর নতুন বাড়িতে হাজির হন মলয় ঘটক। সূত্রের খবর, সৌজন্য বিনিময়ের পর দুজনে বন্ধ দরজার ভিতর ঘণ্টাখানেক বৈঠক করেন। তার আগে দুজনের মধ্যে উপহার বিনিময়ও হয়।
বৈঠকের কী নিয়ে কথা হয়েছে তা কেউ না জানালেও এর পিছনে যে ওয়েইসি এফেক্ট কাজ করছেন তা নিয়ে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ত্বহা ও মলয় উভয়েই অবশ্য সৌজন্য সাক্ষাতের অছিলায় প্রশ্ন এড়িয়েছেন। যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।
আরও পড়ুন: সিদ্দিকিকেই সামনে রেখে একুশের নির্বাচনে লড়বে মিম: ওয়েইসি
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যেভাবে বঙ্গে ওয়েইসি আবির্ভুত হয়েই আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক সেরেছেন, তাতে তৃণমূল কিছুটা হলেও সাবধানী হওয়ার কথা ভাবছে। যেহেতু সংখ্যালঘু জনমানসে শাসকদলের একচেটিয়া জনপ্রিয়তা রয়েছে, তাই সেটা যেটা হাতছাড়া না হয় সেদিকটাও দেখতে হবে নেতৃত্বকে।
আরও পড়ুন: ফুরফুরা শরিফে আসাদউদ্দিন ওয়েইসি, বৈঠক আব্বাস সিদ্দিকির সঙ্গে