Weather Update: ‘মোখা’র বিরূপ প্রভাব পড়তে চলেছে রাজ্য়ে, মূলত কোন কোন জেলার জন্য বিশেষ সতর্কতা?

Soma Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 12, 2023 | 9:21 AM

Weather Update: শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দিক পরিবর্তন করবে। বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড় মোখা দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে।

Weather Update: মোখার বিরূপ প্রভাব পড়তে চলেছে রাজ্য়ে, মূলত কোন কোন জেলার জন্য বিশেষ সতর্কতা?
তাপপ্রবাহের সতর্কতা

Follow Us

কলকাতা: ঘূর্ণিঝড় ‘মোখা’র উল্টো প্রভাব পড়তে চলেছে রাজ্যে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ফের তাপপ্রবাহের সতর্কতা। আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা-সহ বেশ কিছু জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দিক পরিবর্তন করবে। বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড় মোখা দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ১৪ মে রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছাকাছি এটি ল্যান্ড ফল করবে। পশ্চিমবঙ্গে উপকূলে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়।

পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পঙে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে আগামী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। তাপও প্রবাহের সতর্কবার্তা না থাকলেও তাপপ্রবাহের পরিস্থিতি কিছুটা হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে। শনি ও রবি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৮৭ শতাংশ।

Next Article