Bhupatinagar: পারিবারিক বিবাদের জের, স্ত্রীকে ‘গুলি’ স্বামীর

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 12, 2023 | 10:02 AM

Bhupatinagar: স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দীপঙ্কর দোলুই বিজেপি কর্মী। এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করে। স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির ঘনিষ্ঠ বলে দাবি তৃণমূল নেতৃত্বের। প্রশ্ন উঠছে, আসল কারণটা কী?

Bhupatinagar: পারিবারিক বিবাদের জের, স্ত্রীকে গুলি স্বামীর
এলাকায় উত্তেজনা

Follow Us

পূর্ব মেদিনীপুর: পারিবারিক বিবাদের জের, স্ত্রীকে গুলি করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পলাতক অভিযুক্ত। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। বেশ কয়েক বছর আগে ভূপতিনগরের পাউসির বাসিন্দা সুধাংশু মিদ্যার মেয়ে যমুনার সঙ্গে বিয়ে হয় দীপঙ্করের। বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ ভূপতিনগরের পাউসিতে সুধাংশু মিদ্যার মেয়ে যমুনা দোলুইকে গুলি করে জামাই দীপঙ্কর দোলুই। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় ভূপতিনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষজন। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দীপঙ্কর দোলুই বিজেপি কর্মী। এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করে। স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির ঘনিষ্ঠ বলে দাবি তৃণমূল নেতৃত্বের। প্রশ্ন উঠছে, আসল কারণটা কী? পারিবারিক নাকি পারিপার্শ্বিক চাপের বহিঃপ্রকাশ গৃহিনীর উপর? অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ।

বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এটি নিতান্তই পারিবারিক বিবাদ। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “বিষয়টা নিয়ে  রাজনীতি হচ্ছে। মনে তো হচ্ছে স্বামীর স্ত্রীর ঝামেলা। ওদের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হত, সেটা সবার মধ্যেই হয়। কিন্তু এমনটা যে হতে পারে, তা ভাবা যায়নি।”

Next Article