কলকাতা: বাংলায় ‘লেট’ বর্ষা। ক্যালেন্ডার মানলে বুধবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঢুকে পড়ার কথা ছিল বর্ষার। কিন্তু সেই সৌভাগ্য থেকে বঞ্চিত বাংলা। কারণ, এখনও কেরলই পৌঁছয়নি বর্ষা। আরব সাগরের তীব্র ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ জেরে পশ্চিম উপকূলে দুর্বল মৌসুমি বায়ু। বর্ষা আসেনি উত্তর-পূর্ব ভারতেও। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কেরলে বর্ষা ঢুকতে আরও ৪৮ ঘণ্টা লাগতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের কিছু অংশেও বর্ষা ঢুকবে।
কবে বর্ষার অগ্রগতি হবে, তা নিয়ে একেবারেই স্পষ্ট নয়। আপাতত প্রবল গরমই সঙ্গী বঙ্গবাসীর। ১০ জুন পর্যন্ত ১৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাকি জেলায় ভ্যাপসা গরম। আরও গুমোট হবে রাত। দফারফা হবে ঘুমের।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাতে গরম একটুও কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
এ দিকে, ভ্যাপসা গরমের জেরে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। ছাতা, রোদ চশমা থেকেও কোনও লাভ হচ্ছে না। বাইরে বেরলেই রীতিমতো রোদের তেজে শরীর পুড়ে যাচ্ছে। একটাই প্রশ্ন এই গরম কবে বিদায় নেবে। কিন্তু বাংলার কপাল যে মন্দ তা বলার অপেক্ষা রাখে না। প্রাক-বর্ষার বৃষ্টিরও তেমন আশা নেই। কিন্তু দুপুরের এই বিক্ষিপ্ত বৃষ্টি সাময়িক ভাবে আদৌ স্বস্তি মেটাবে? তাই এখন দেখার।