TV9 বাংলা ডিজিটাল: আসানসোলে (Asansole) ব্যবসায়ীকে অপহরণের ছক বানচাল করল পুলিস। আসানসোলের জুবিলি মোড় থেকে ধানবাদের ব্যবসায়ী আশিস সিংকে অপহরণ করে পালাচ্ছিল চার দুস্কৃতী। তখনই নাকা চেকিংয়ে গাড়িটিকে আটকায় বুদবুদ থানার পুলিস। পুলিসের হাতে পাকড়াও হয় ৩ দুস্কৃতী। তারপর ব্যবসায়ী ও ৩ দুস্কৃতীকে আসানসল নর্থ থানার হাতে তুলে দেয় বুদবুদ থানা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও।
ধৃতদের ইতিমধ্যেই আসানসোল আদালতে তোলা হয়েছে। তারা এখন ১৪ দিনের পুলিসি হেফাজতে রয়েছে। ৩ জনকে ধরলেও পালিয়ে যায় চতুর্থ দুস্কৃতী। তাকে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিস। কিন্তু কেন এই ভিন রাজ্যের ব্যবসায়ীকে অপহরণ করার চেষ্টা করল ৪ জন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান ব্যবসা সংক্রান্ত কোনও সংঘাতের জেরেই এই ঘটনা।
যদিও ধৃত চার জনের মধ্যে এক জনের বাবা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কয়েক দিন আগে দুবাইয়ে কাজ ঠিক করে দেওয়ার কথা বলে তাঁর ছেলের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছিলেন ওই ব্যবসায়ী। কিন্তু দুবাই গিয়ে ভিসা সমস্যার জন্য নির্দিষ্ট দিনের আগেই ফিরে আসতে হয় তাঁর ছেলেকে। তারপর ওই ব্যবসায়ী টাকা ফিরিয়ে দেওয়ার নাম করেই তাঁর ছেলেকে ডেকে পাঠিয়ে ছিলেন। পুলিসের কাছে তাঁর ছেলেকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে বলেও দাবি তাঁর। যদি তাই হয়, তাহলে কেন ব্যবসায়ীকে নিয়ে কাটোয়ার উদ্দেশে যাচ্ছিল তাঁর ছেলে ও বাকি ৩ জন, এই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি।
আরও পড়ুন: বিজেপিতে ‘অশিক্ষিতরা’ রয়েছে! শান্তনু ঠাকুরের সিএএ-সভার সমালোচনা সাংসদ মহুয়া মৈত্রর
পুলিস সূত্রে জানা গিয়েছে ব্যবসায়ী আশিস কুমার তাঁর বাবা ও মাকে ডাক্তার দেখাতে আসানসোল এসেছিলেন তখনই এই অপহরণের ঘটনা ঘটে। ছেলেকে অপহরণ করার পর অসুস্থ বাবা মাই পুলিসে খবর দেন। তৎক্ষণাৎ নাকা চেকিং শুরু করে পুলিস। তার জেরেই ধরা পড়ে দুস্কৃতীরা।