বিজেপির কার্যালয় লক্ষ্য করে ছোড়া হল বোমা, বিস্ফারিত ২টি, উদ্ধার ১ টি!

tista roychowdhury |

Apr 23, 2021 | 11:42 AM

যদিও , সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির (TMC)। তৃণমূলের পাল্টা দাবি,  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই বিস্ফোরণ ঘটেছে। নৈহাটি পুলিশ জানিয়েছে, তাজা বোমা উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও কুইক রেসপন্স টিম। এমনকী বোমাটিও উদ্ধার করা হয়েছে। 

বিজেপির কার্যালয় লক্ষ্য করে ছোড়া হল বোমা, বিস্ফারিত ২টি, উদ্ধার ১ টি!
ছবির বাঁদিকে, বোমা বিস্ফোরণের পর কার্যালয়ের অবস্থা, ডানদিকে, উদ্ধার হওয়া বোমা: নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: ভোট ষষ্ঠীর পর্ব মিটলেও জারি সন্ত্রাস। বৃহস্পতিবার গভীর রাতে  জগদ্দলে মহমুদপুর পঞ্চায়েতে বিজেপির (BJP) কার্যালয় লক্ষ্য করে ছোড়া হল বোমা। দুটি বোমার বিস্ফোরণ হলেও শুক্রবার সকালে দেখা যায় একটি বোমা ঘটনাস্থলে পড়ে রয়েছে। অভিযোগ তৃণমূলের (TMC) দিকে।

গেরুয়া শিবিরের (BJP) অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে আচমকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমা ছোড়ে। দুটি বোমা বিস্ফোরণের জেরে উড়ে যায় দলীয় কার্যালয়ের ছাদ। পুুড়ে যায় দলীয় পতাকাও। শুক্রবার সকালে দেখা যায়,  বোমা বিস্ফোরণের পরেও একটি তাজা বোমা ঘটনাস্থলে পড়ে রয়েছে। বোমা বিস্ফোরণের খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন বিজেপি বুথ সভাপতি। অভিযোগ, খবর পেয়েও পুলিশ আসেনি। এমনকী, শুক্রবার সকালে তাজা বোমা উদ্ধারের খবর পেয়েও প্রথমটায় পুলিশ আসতে রাজি হয়নি। অনেক পরে ঘটনাস্থলে পুলিশ আসে।

স্থানীয় এক বিজেপি I(BJP) নেতা বলেছেন, “দশ বছর পর মানুষ শান্তিপূ্ৃর্ণভাবে ভোট দিতে পেরেছে। তৃণমূল সরকার ভেবেছি, ধমকে চমকে ভোট নিয়ে নেবে। কিন্তু সে সব করতে পারেনি। বিজেপি কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে ভোট করিয়েছেন। সেইজন্যই সন্ত্রাস ছড়াতে বোমাবাজি করেছে তৃণমূল। আর পুলিশ দলদাসে পরিণত। তাই বারবার বলা সত্ত্বেও পুলিশ আসতে প্রথমে রাজি হয়নি।”

যদিও , সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির (TMC)। তৃণমূলের পাল্টা দাবি,  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই বিস্ফোরণ ঘটেছে। নৈহাটি পুলিশ জানিয়েছে, তাজা বোমা উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও কুইক রেসপন্স টিম। এমনকী বোমাটিও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ‘আই চ্যালেঞ্জ ইউ মিস্টার মণ্ডল’, প্রত্যয়ী অনির্বাণ, ‘প্রার্থী কি বিরাট হনু নাকি!’ পাল্টা কেষ্ট

Next Article