‘আই চ্যালেঞ্জ ইউ মিস্টার মণ্ডল’, প্রত্যয়ী অনির্বাণ, ‘প্রার্থী কি বিরাট হনু নাকি!’ পাল্টা কেষ্ট

tista roychowdhury |

Apr 21, 2021 | 9:26 PM

'কেষ্ট-গড়ে' বসে সুর চড়িয়ে অনির্বাণ আরও বলেন,''অনুব্রতবাবুকে বলছি, আপনার নিরাপত্তারক্ষীরা এত টাকা পায় কোথায়? কে দেয়? কার দৌলতে আপনার নিরাপত্তারক্ষী চিন্ময় ভট্টাচার্যদের দুই-তিনটে করে বাড়ি রয়েছে, ওষুধের দোকান রয়েছে। এত জমি রয়েছে! ২মে-এর পর সিট গঠন হবে। এই সবকিছু তদন্ত করে দেখা হবে। 

আই চ্যালেঞ্জ ইউ মিস্টার মণ্ডল, প্রত্যয়ী অনির্বাণ, প্রার্থী কি বিরাট হনু নাকি! পাল্টা কেষ্ট
ফাইল ছবি

Follow Us

বীরভূম: রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন (West Bengal Assembly Election 2021 Phase 6)। কিন্তু তার আগেই উত্তপ্ত বোলপুর। বুধবার সকালে, ব্যালট পেপারে ভোটগ্রহণকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, শিক্ষকদের ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে। অথচ এখানে কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নেই, ভোটবাক্সে নেই তালা। এরপরই শুরু হয় চরম বিশৃঙ্খলা। বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধও রাখা হয়। খবর পেয়ে তড়িঘড়ি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে পৌঁছন বোলপুরের বিজেপি (BJP) প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়।

সংবাদমাধ্য়মের একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে দেখা যায়, প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলছেন, “ওদের মারধর করে তাড়াও।” এই ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র পাল্টা অভিযোগ তৃণমূলের। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করে জানান, তৃণমূল কর্মীদের মারধর করার বিরুদ্ধে মারধরের অভিযোগে বিজেপি (BJP) প্রার্থীর নামে এফআইআর করা হবে। এরই পাল্টা উত্তরে অনির্বাণ বলেন, ”আই চ্যালেঞ্জ ইউ মিস্টার মণ্ডল। আপনি আমায় ফোটোগ্রাফিক ফুটেজ দেখান।”

প্রসঙ্গত, বুধবার,  বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ে চলছিল পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ। ভোট কর্মীরা এদিন ভোট দিতে আসেন। বিজেপির (BJP) অভিযোগ, কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাড়াই পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। কার্যত ছিনতাই করা হচ্ছে ব্যালট। বুথের ভিতরে বাক্সে কোনও সিল নেই। শিক্ষকরা ভোট দিতে এসেছেন, অথচ শাসকদলের লোকজন দেখিয়ে দিচ্ছেন কী ভাবে কোথায় ভোট দেবেন।

এই ঘটনার জেরে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বলেন, ”আমি ভিডিয়ো দেখেছি আমার কর্মীদের মারধর করা হয়েছে। উনি প্রার্থী হয়ে বলছেন ‘মারধর করো’! এটা একজন প্রার্থীর মুখের ভাষা! ভোট নিতে এসেছে না মারতে এসেছে।” তিনি আরও বলেন, ”আমরা এফআইআর করব। বিজেপির (BJP) নামে হোক বা প্রার্থীর নামে। প্রার্থী কি বড় হনু নাকি! লাটসাহেব! অন্যায় করলে ছেড়ে দেব! এখানে তো তাঁর ঘরবাড়ি কিছুই নেই। হোটেল ভাড়া করে থাকে। বহিরাগত! আবার বীরভূমের মানুষকে এসে ধমকাচ্ছে! আমি সন্ত্রাস চাইনা। আজই এসপিকে জানিয়েছি। পর্যবেক্ষককেও জানিয়েছি। এর বিহিত একটা করবই। বাইরে থেকে লোক এনে এলাকা ভরাচ্ছে। বোম বানাচ্ছে, সন্ত্রাস ছড়াচ্ছে।”

অনুব্রতের নিদান যদিও কানে নিতে নারাজ অনির্বাণ। বুধবারই সাংবাদিক বৈঠক করে পাল্টা বিজেপি প্রার্থী বলেন, ”আই চ্যালেঞ্জ ইউ মিস্টার মণ্ডল, আপনি ভিডিয়ো ও ছবি-সহ প্রমাণ করুন আমার নিরাপত্তারক্ষীরা লাঠিচার্জ করেছে। আমি নাম করে বলছি, তৃণমূল (TMC) আশ্রিত গুন্ডা ওমর শেখ কার প্রশ্রয়ে আজ ভোটকেন্দ্রে এসেছিল? আমাকে দেখেই ওরা পালিয়ে গেল কেন! ওই গুন্ডাদের তাড়াতে আমি আমার কর্মীদের নির্দেশ দিয়েছি। অনুব্রতবাবু তো সংবিধানের নিয়মকানুন জানেন না। ওঁকে এটা জানাতে হবে। আমি ওঁর বিরুদ্ধে মানহানির মামলা করব।”

এখানেই থামেননি বিজেপি প্রার্থী। কেষ্টপ্রদত্ত ‘বহিরাগত’ তোপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এ দিন অনির্বাণ বলেন, ”লেবু কচলে কচলে তেতো হয়ে পচে গিয়েছে। আমার বোলপুর কেন সারা ভারতবর্ষে বাড়ি নেই। আমার বাবার বজবজের দিকে একটি তিনশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। সেটি কিন্তু আমার নামে নয়। আর বীরভূমের মানুষ আমায় ভালবাসে, কিন্তু থাকতে দিতে ভয় পায়। কার ভয়ে থাকতে দেয় না, সে নিশ্চই আর বলে দিতে হবে না।”

‘কেষ্ট-গড়ে’ বসে সুর চড়িয়ে অনির্বাণ আরও বলেন, ”অনুব্রতবাবুকে বলছি, আপনার নিরাপত্তারক্ষীরা এত টাকা পায় কোথায়? কে দেয়? কার দৌলতে আপনার নিরাপত্তারক্ষী চিন্ময় ভট্টাচার্যদের দুই-তিনটে করে বাড়ি রয়েছে, ওষুধের দোকান রয়েছে। এত জমি রয়েছে! ২মে-এর পর সিট গঠন হবে। এই সবকিছু তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, বীরভূমের একচ্ছত্র নায়ক অনুব্রতর সঙ্গে বিশ্বভারতীর (Visva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রথম থেকেই ‘আদায় কাঁচকলায়’। বিভিন্ন সময়ে বিশ্বভারতীকে কেন্দ্র করে উপাচার্য ও বিজেপি প্রার্থীকে তোপ দেগেছেন কেষ্ট। সম্প্রতি, বসন্ত উৎসবকে কেন্দ্র গোটা বোলপুর জুড়ে বিশ্বভারতীর উপাচার্য ও বিজেপি প্রার্থী অনির্বাণের ‘গোপন আঁতাত’ রয়েছে এমন পোস্টারও দেওয়া হয়েছিল। যার জেরে রীতিমতো সরব হয়েছিল বিজেপি।

আরও পড়ুন: ‘ভারতী ঘোষ ভীষণ রঙিন চরিত্র, মনিরুল একটা ক্রিমিনাল’, বিস্ফোরক হুমায়ুন কবীর

 

Next Article