জলপাইগুড়ি: ‘ভোট চতুর্থীর’ আগে হাইভোল্টেজ সপ্তাহান্তে প্রচারে মন দিয়েছে শাসক ও বিরোধী শিবির। শুক্রবার বিকেলে রাজগঞ্জে, সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী রতন রায়ের সমর্থনে বটতলায় সভা করলেন দাপুটে নেতা সুশান্ত ঘোষ।
জনসভা থেকেই পুরনো মেজাজে এ দিন সুশান্ত বলেন, ‘রাজ্যে হয়েছে এক ধান্দাবাজের সরকার, আর দিল্লিতে ঢপবাজের সরকার। মানুষ আর ওদের নিতে পারছে না। কোটি কোটি টাকা খরচ করে কেবল হেলিকপ্টারে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন নেতারা। কাজের কাজ কিছুই হচ্ছে না। পায়ে ব্যান্ডেজ বেঁধে সহমর্মিতা আদায় করে ভোট চাইছে, কেউ সোজাসাপটা হুমকি দিচ্ছে। তাই মানুষ বিকল্প খুঁজছে। আর বিকল্পের নাম সংযুক্ত মোর্চা। বিকল্প আসবেই। ২ মে ব্যালট বক্স জবাব দেবে।’
প্রসঙ্গত, ২০১১ থেকে ২০২১- সুশান্ত ঘোষের গায়ে লেপ্টে গিয়েছে ছ’ছ’টি মামলা। যার মধ্যে রয়েছে বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড থেকে শুরু করে মিছিল করে রাস্তা খারাপ করার মতো অপরাধও। গত দশ বছরে দলে এবং দলের বাইরে সবচেয়ে বেশি প্রতিকূলতার বিরুদ্ধে পদে পদে লড়াই করতে হয়েছে যাঁকে, তাঁর নাম সুশান্ত ঘোষ। সিপিএম ‘ব্র্যান্ড’ শব্দটির অস্তিত্ব স্বীকার না করলেও মানতে বাধ্য হয় খানিক বটে। সিপিএমের জেলা রাজনীতিতে কান পাতলেই শোনা যায়, বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে সুশান্ত ঘোষের সম্পর্ক তেমন মধুর নয়। যদিও এমন চর্চা উড়িয়ে দেয় বাম নেতৃত্বরা। যদিও শুক্রবার, সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ল বটতলায়, প্রিয় নেতাকে পেয়ে ভিড় জমেছিল বটতলায়।