উত্তর ২৪ পরগনা: ভোট-ষষ্ঠীতে বাকি জেলার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও সকাল থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত থেকেছে উত্তর ২৪ পরগনা। এ বার বাগদা বিধানসভা এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশের সঙ্গে বচসার জেরে কমপক্ষে দুই গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে খবর। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
ঘটনাটি ঘটেছে বাগদা বিধানসভার অন্তর্গত রনঘাট গ্রামে। অভিযোগ, পুলিশের গুলিতে আহত হয়েছেন মৃত্যুঞ্জয় সাঁতরা নামের বছর ২৮-এর। স্থানীয় সূত্রে খবর, তাঁর হাতের অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত্যুঞ্জয়ের কাকাও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।
সকাল থেকেই গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, এলাকায় মোতায়েন থাকা পুলিশ ভোট দিতে বাধা দিচ্ছে। এমনকি, গ্রামে বিজেপির পক্ষ থেকে যে ক্যাম্প করা হয়েছিল তাও ভাঙচুর করে দেওয়ার অভিযোগ ওঠে। তার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে এসে উপস্থিত হন ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। নামানো হয় কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন: এভাবে করোনা ছড়াচ্ছে, কমিশন কী করছে! ভোটপ্রচারে লাগামছাড়া জমায়েত নিয়ে চরম অসন্তোষ হাইকোর্টের
আধাসেনা মোতায়েনের পর সাময়িকভাবে উত্তেজনা নিয়ন্ত্রণে এলেও কিছুক্ষণ পরই আবার পুলিশ এসে হাজির হয়। এতে সামগ্রিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এলোপাথারি লাঠিচার্জ শুরু করে। এরপর গুলি চালানো হলে মৃত্যুঞ্জয় নামক ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে দাবি গ্রামবাসীদের। যদিও আহত মৃত্যুঞ্জয় কোনও ভাবেই ভোটের কাজে যুক্ত ছিলেন না বলে দাবি তাঁর স্ত্রীর। তিনি চাষ করে ফেরার পথেই গুলিবিদ্ধ হন। পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন মৃত্যুঞ্জয়ের বাবাও।
আরও পড়ুন: রাস্তায় খেলছিল বাচ্চারা, বিকট শব্দে কাঁপল এলাকা! স্প্লিন্টার ছিটকে সোজা শিশুর থুতনিতে