পোস্টারে মোদীর ছবিতে লেপা হল গোবর, উত্তেজনা শিলিগুড়িতে

tista roychowdhury |

Apr 02, 2021 | 7:42 PM

 যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে বাম ও তৃণমূল। বাম নেতা ও শিলিগুড়ির বিদায়ী বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, ‘বামেদের এই সংস্কৃতি নয়। শিলিগুড়িতে এমনিতেও আমরা জিতব।’

পোস্টারে মোদীর ছবিতে লেপা হল গোবর, উত্তেজনা শিলিগুড়িতে
(বাঁদিকে) ফ্লেক্সে লেপা হল গোবর, (ডানদিকে) সেই গোবর নিজে পরিষ্কার করছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, নিজস্ব চিত্র

Follow Us

জলপাইগুড়ি: নীলবাড়ি দখলের লড়াইয়ে শাসক শিবিরকে জমি ছাড়তে নারাজ বঙ্গ বিজেপি (BJP)। বারে বারেই বঙ্গ সফরে এসে সভা করছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। আগামী ১০ এপ্রিল শিলিগুড়িতে বিজেপির তরফে সভা করতে পারেন নমো, সম্ভাবনা এমনটাই। সেই নিয়ে শিলিগুড়ির জায়গায় জায়গায় লাগানো হল ফ্লেক্স। আর সেই ফ্লেক্সে নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখে লেপে দেওয়া হল গোবর। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

পদ্ম শিবিরের অভিযোগ, মোদীর (Narendra Modi) সভা উপলক্ষে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ও নরেন্দ্র মোদীর সমর্থনে একাধিক জায়গায় ফ্লেক্স লাগানো হয়। ফ্লেক্সে নরেন্দ্র মোদী ও শঙ্কর ঘোষের ছবিও আছে। আর সেই ছবির উপরেই লেপে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে, শিলিগুড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে কার্যত দৃশ্যত এই ফ্লেক্স। গেরুয়া শিবিরের অভিযোগ হার নিশ্চিত জেনেই বাম ও ঘাসফুল মিলিত ভাবে এই কাজ করেছে। অধুনা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, ‘এই ধরনের কাজ আসলে অসুস্থ রাজনীতি আসলে অসুস্থ রাজনীতির পরিচয়। সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক। যে বা যারা এই কাজ করেছে তাদের শাস্তি হওয়া দরকার।’

যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে বাম ও তৃণমূল। বাম (CPM) নেতা ও শিলিগুড়ির বিদায়ী বিধায়ক অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) বলেন, ‘বামেদের এই সংস্কৃতি নয়। শিলিগুড়িতে এমনিতেও আমরা জিতব। বিজেপির ফ্লেক্স ছেঁড়ার প্রয়োজন আমাদের নেই।’ শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র জানান, তৃণমূলের কেউ এই কাজে যুক্ত নয়। শিলিগুড়িতে মমতা রেলই চলবে। তাই বিজেপির ফ্লেক্সে গোবর লেপার প্রয়োজন নেই। প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় নির্বাচন শিলিগুড়িতে।

আরও পড়ুন: ট্রাম্পের মতো স্বৈরাচারী মমতা! নির্ঘোষ দিলীপের

 

Next Article