ধূপগুড়ির পর এ বার বিষ্ণুপুর, এক সপ্তাহে মৃত কমপক্ষে ৩০০ পথ কুকুর

tista roychowdhury | Edited By: arunava roy

Feb 20, 2021 | 3:14 PM

বিষ্ণুপুরের পশু চিকিৎসকদের প্রাথমিক অনুমান, কেনাইন ডিস্টেম্পার নামে এক বিশেষ ধরনের রোগের প্রভাবে এই সংক্রমণ ঘটছে।

ধূপগুড়ির পর এ বার বিষ্ণুপুর, এক সপ্তাহে মৃত কমপক্ষে ৩০০ পথ কুকুর
সার সার মৃত সারমেয়, নিজস্ব চিত্র

Follow Us

বাঁকুড়া: ধূপগুড়ির পর এ বার বিষ্ণুপুর। বিগত এক সপ্তাহ জুড়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মৃত সারমেয়র (Dogs) সংখ্যা। চিন্তিত পৌরসভা।

পুরনিগম সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে একের পর এক কুকুরের মৃত্যু হচ্ছে। শনিবার সকাল পর্যন্ত নতুন করে মোট ৪৩টি কুকুরের (Dogs) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ৬০টি, বুধবার ৮৩টি, বৃহস্পতিবার ৩৫টি এবং শুক্রবার সর্বাধিক ১০৩টি কুকুরের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত কুকুরের (Dogs) সংখ্যা ৩২৩টি। তবে কেন এত কুকুর মারা যাচ্ছে তার কারণ অজ্ঞাত।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় শতাধিক কুকুরের মৃত্যু, উদ্বিগ্ন পশুপ্রেমীরা

বিষ্ণুপুরের পশু চিকিৎসকদের প্রাথমিক অনুমান, কেনাইন ডিস্টেম্পার নামে এক বিশেষ ধরনের রোগের প্রভাবে এই সংক্রমণ ঘটছে। এর জেরে, সাধারণত জ্বর, বমি, পায়খানা ইত্যাদি উপসর্গ দেখা যায়। এর ফলেই কুকুরগুলির (Dogs) মৃত্যু হচ্ছে। তবে চিকিৎসকদের দাবি, সংক্রমণ ছড়ালেও তা থেকে এত কুকুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তাই, এর পেছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার সকালে পৌরসভার পক্ষ থেকে কুকুরের (Dogs) মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরীক্ষার পরেই জানা যাবে কুকুরের মৃত্যুর কারণ, এমনটাই জানিয়েছেন পুর চিকিৎসক।

Next Article