ব্রাহ্মণ বিক্ষোভ, ভাতার দাবিতে এবার পথে পুরোহিতরা

tista roychowdhury |

Feb 06, 2021 | 9:16 PM

গত বছরেই ইমামদের পাশাপাশি পুরোহিতদের জন্যেও মাসিক ১০০০ টাকা ভাতা চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতার পাশাপাশি যেসব পুরোহিতদের বাড়ি ঘর নেই, আবাস যোজনায় তাঁদের বাড়িও করে দেবে সরকার এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, বছর ঘুরে গেলেও না এসেছে টাকা, না হয়েছে বাড়ি।

ব্রাহ্মণ বিক্ষোভ, ভাতার দাবিতে এবার পথে পুরোহিতরা
ব্রাহ্মণ ভাতার দাবিতে পথে পুরোহিতরা, ফাইল চিত্র

Follow Us

বাঁকুড়া: গরিব, দুঃস্থ ব্রাহ্মণদের মাসিক ভাতা ও বাড়ি তৈরির দাবিতে এবার পথে নামল বাঁকুড়া (Bankura)  জেলা ব্রাহ্মণ সমিতি। শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে নিজেদের দাবির সমর্থনে মিছিল করেন ব্রাহ্মণ সমিতির সদস্যরা।

সদস্যদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের জন্য যে মাসিক এক হাজার টাকা ভাতা ঘোষণা করেছিলেন তা মোটে একবারই পেয়েছেন তাঁরা। মাসের টাকা মাসে আসা তো দূর, প্রথম মাসের পর থেকে আর টাকাই পাননি তাঁরা। ষাটোর্ধ্ব ব্রাহ্মণদের কয়েক জন ভাতা পেলেও যাঁদের যজমানি করেই দিন গুজরান, তাঁরা বঞ্চিত। পুরোহিত ভাতাতেও কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ পুরোহিত সম্প্রদায়ের।

প্রসঙ্গত, গত বছরেই ইমামদের পাশাপাশি পুরোহিতদের জন্যেও মাসিক ১০০০ টাকা ভাতা চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতার পাশাপাশি যেসব পুরোহিতদের বাড়ি ঘর নেই, আবাস যোজনায় তাঁদের বাড়িও করে দেবে সরকার এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, বছর ঘুরে গেলেও না এসেছে টাকা, না হয়েছে বাড়ি। কার্যত, সরকারি ভূমিকা নিয়ে রীতিমতো সংশয়ে সনাতন ব্রাহ্মণ সমাজ।

আরও পড়ুন : চাক্কা জ্যামের সমর্থনে বাংলার জেলায় জেলায় পথ অবরোধ

ব্রাহ্মণদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলতে ছাড়েনি বিজেপি নেতৃত্বও। সাম্প্রতি বিজেপির সভায় সদ্য দল বদলানো রাজীব ব্যানার্জি বা শুভেন্দু অধিকারীর মতো প্রাক্তন তৃণণূল নেতারা রাজ্যের শাসক শিবিরকে নিশানা করেছেন। একদিকে, কলকাতার সভা থেকে রাজীব ব্যানার্জি অভিযোগ করেন, পুরোহিত ভাতার নামে ব্রাহ্মণদের চোখে ধুলো দেওয়া হচ্ছে। পুরোহিত নন এমন ব্যক্তিরাও ভাতা পাচ্ছেন।

অন্যদিকে, সনাতন ব্রাহ্মণ সমিতির সভা থেকে শুভেন্দু অধিকারী সরকার পক্ষকে তোপ দেগে বলেন, ইমামরা ধর্ম পালন করলেই ভাতা পান। সেখানে ব্রাহ্মণদের ক্ষেত্রে ধর্মপালনের পাশাপাশি, শিক্ষা সংস্কৃতির প্রচার করলে তবেই ভাতা পাওয়া যাবে। কেন এই বৈষম্য হবে?

শনিবার, বাঁকুড়া (Bankura) সনাতন ব্রাহ্মণ সমিতির সদস্যরা প্রাপ্য ভাতা ও বাড়ি তৈরির টাকার দাবির পাশাপাশি পঞ্চম শ্রেণী থেকে সংস্কৃত শিক্ষা শুরু ও প্রতি ব্লকে টোল চালু করার দাবিও জানিয়েছেন।

Next Article