সমরেশের হাজার-হাজার টাকা ভর্তি ব্যাগ পড়েছিল রাস্তায়, ফিরিয়ে দিল আনোয়ার

tista roychowdhury |

Feb 15, 2021 | 12:18 AM

সমরেশ বাবু বাইকের ডিকিতে ৩০ হাজার টাকাসমেত ব্যাগটি রেখেছিলেন। কোনওভাবে সেটি রাস্তায় পড়ে যায়।

সমরেশের হাজার-হাজার টাকা ভর্তি ব্যাগ পড়েছিল রাস্তায়, ফিরিয়ে দিল আনোয়ার
নিজস্ব চিত্র

Follow Us

বীরভূম: ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুতে প্রয়োজন হতে পারে ভেবে ৩০ হাজার টাকা তুলেছিলেন সিউড়ির বাসিন্দা সমরেশ পাল। বাইকে করে যাওয়ার পথে সেই টাকা সমেত ব্যাগ (Bag) পড়ে যায় রাস্তায়। আনোয়ার শেখ নামের এক স্থানীয় ব্যবসায়ী সেই ব্যাগ ফিরিয়ে দেন সমরেশের হাতে।

জানা গিয়েছে, সমরেশ বাবু বাইকের ডিকিতে ৩০ হাজার টাকাসমেত ব্যাগটি রেখেছিলেন। কোনওভাবে সেটি রাস্তায় পড়ে যায়। ব্যাগটি (Bag) কুড়িয়ে পান আনোয়ার শেখ নামে এক গ্যারেজ ব্যবসায়ী। টাকার ব্যাগটি পেয়ে তিনি আর দেরি করেননি। সিউড়ি থানায় তৎক্ষণাৎ যোগাযোগ করেন এবং টাকা সমেত ব্যাগটি পুলিশের হাতেও তুলে দেন। কোনও প্রয়োজনে পুলিশ বা টাকার মালিক যদি যোগাযোগ করতে চান তাও করতে পারেন বলে জানান আনোয়ার।

আরও পড়ুন: ‘মাখো মাখো অবস্থায়’ দেখা গেল যুগলকে, বিউটি পার্লারের নামে রমরমিয়ে চলছে মধুচক্র

অন্যদিকে টাকার ব্যাগটি (Bag) খোয়া গিয়েছে জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন সমরেশবাবু। উপযুক্ত প্রমাণ দিয়ে হারানো টাকা সমেত ব্যাগটি ফেরত পান তিনি। গ্যারেজ ব্যবসায়ী আনোয়ার শেখকেও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সমরেশ পাল।

 

 

 

Next Article