ঠাকুরনগরে উল্টে গেল মতুয়া ভক্তদের গাড়ি, আহত বহু, মৃত ১

tista roychowdhury |

Feb 18, 2021 | 2:22 PM

ঘটনাস্থলে পৌঁছন হাবড়ার মুখ্য পৌর প্রশাসক ও গাইঘাটা থানার পুলিশ।

ঠাকুরনগরে উল্টে গেল মতুয়া ভক্তদের গাড়ি, আহত বহু, মৃত ১
নিজস্ব ছবি

Follow Us

উত্তর ২৪ পরগনা:  ঠাকুরবাড়ি যাওয়ার পথে উল্টে গেল মতুয়া (Matua) ভক্তদের একটি গাড়ি। কমপক্ষে আহত ৩৫ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২৫। হাসপাতালে আনার পর মৃত্যু এক যাত্রীর। ঘটনাস্থলে পৌঁছন হাবড়ার মুখ্য পৌর প্রশাসক ও গাইঘাটা থানার পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে, গাইঘাটা থানার কলাসীমা বাজারে যশোর রোডের উপর একটি গাড়ি সামনে চলে আসে। সেই গাড়িটিকে বাঁচাতে গিয়ে ভক্তদের (Matua) গাড়িটি উল্টে যায়।

আরও পড়ুন: পথ দুর্ঘটনার কবলে বিজেপি সাংসদের গাড়ি, ভাঙল কাচ, অন্য কোনও ‘অভিসন্ধি’র গন্ধ

জানা গিয়েছে, গুমা পালপাড়া থেকে ঠাকুরবাড়ির পথে যাচ্ছিলেন মতুয়া (Matua) ভক্তরা। প্রথম ২৫ জনকে হাসপাতালে আনার পর বাকি ১০ জনকেও নিয়ে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালেই  মণিমালা দাস নামে এক ষাট বছরের মহিলা যাত্রীর মৃত্যু হয়।  পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত অন্য গাড়িটিকে ধরা যায়নি। ওই গাড়ির যাত্রীদেরও আহত হওয়ার কোনও খবর নেই।

 

 

 

Next Article