West Bengal Education: খাঁ খাঁ করছে স্কুল, পড়ুয়াশূন্যতায় দেশের মধ্যে ‘এগিয়ে বাংলা’! রিপোর্ট প্রকাশ কেন্দ্রের

সুমন মহাপাত্র | Edited By: Avra Chattopadhyay

Jan 10, 2025 | 7:53 PM

West Bengal Education: কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, বাংলার এই পড়ুয়াশূন্য ৩ হাজার ২৫৪টি স্কুলে ১৪ হাজার ৬২৭ জন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। পড়ুয়াশূন্য স্কুলে পর্যাপ্ত শিক্ষক থাকলেও, এমন অনেক স্কুল রয়েছে যেখানে যথার্থ সংখ্যক পড়ুয়া ভর্তি হলেও নেই পর্যাপ্ত স্কুল শিক্ষক।

West Bengal Education: খাঁ খাঁ করছে স্কুল, পড়ুয়াশূন্যতায় দেশের মধ্যে এগিয়ে বাংলা! রিপোর্ট প্রকাশ কেন্দ্রের
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কোথাও পড়ুয়া রয়েছে তো শিক্ষক নেই। কোথাও শিক্ষক রয়েছে পড়ুয়া নেই। আপাতত এমনই দশা রাজ্যে শিক্ষাব্যবস্থার। নাবিক ছাড়া মাঝ সমুদ্রে থমকে গিয়েছে বহু জাহাজ। একাধিক স্কুলে শিক্ষকশূন্যতার অভিযোগটা বঙ্গে আজকের নয়। বরাবরের পুরনো রোগ।

দুর্নীতি, শিক্ষকশূন্যতা পেরিয়ে রাজ্যের স্কুলগুলিতে ধরেছে নতুন ঘুণ। খাঁ খাঁ করছে স্কুল চত্ত্বর। অপেক্ষায় দিন কাটাচ্ছে শিক্ষক-শিক্ষিকারা। ফাঁকা একের পর এক ক্লাসঘর। নেই একটা পড়ুয়াও। সদ্য প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য় তুলে ধরল কেন্দ্র।

ছাত্রশূন্য হচ্ছে দেশের একাধিক স্কুল। কমছে ভর্তির হার। আর সেই নিয়েই রিপোর্ট প্রকাশ করল কেন্দ্র। আর তাতে এগিয়ে বাংলা। তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিন হাজারের বেশি এমন স্কুল রয়েছে যেখানে কোনও পড়ুয়াই ভর্তি হয়নি। পড়ুয়াশূন্য হয়ে কার্যত ঝাঁপ বন্ধ করেই পড়ে রয়েছে স্কুলগুলি।

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, বাংলার এই পড়ুয়াশূন্য ৩ হাজার ২৫৪টি স্কুলে ১৪ হাজার ৬২৭ জন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। পড়ুয়াশূন্য স্কুলে পর্যাপ্ত শিক্ষক থাকলেও, এমন অনেক স্কুল রয়েছে যেখানে যথার্থ সংখ্যক পড়ুয়া ভর্তি হলেও নেই পর্যাপ্ত স্কুল শিক্ষক। কেন্দ্রের রিপোর্ট বলছে, গত শিক্ষাবর্ষে একজন শিক্ষক নিয়ে চলা স্কুলে সংখ্যা ৬ হাজার ৩৬৬টি।

উল্লেখ্য, রাজ্যে শিক্ষাব্যবস্থার এই হতশ্রী দশার দিকে বরাবরই আঙুল তুলেছে কেন্দ্র। কথা শোনাতে বাকি রাখেনি নাগরিক সমাজও। মেধার বিকাশ যে থমকে যাচ্ছে, এমনও দাবি করেছে ওয়াকিবহাল। আর গোদের উপর বিষ ফোঁড়া হয়েছে দুর্নীতি। শিক্ষা দুর্নীতির অভিযোগ ঘিরে বারংবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। এবার শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে রিপোর্ট তুলে ধরে বাংলাকে তুলোধনা করতে ছাড়ল না কেন্দ্রও।

২০০ পাতার প্রকাশিত এই রিপোর্ট বলা হয়েছে, গত শিক্ষাবর্ষে গোটা দেশের নিরিখে ১২ হাজার ৯৫৪টি স্কুলে কোনও পড়ুয়াই ভর্তি হয়নি। এদিকে সেই স্কুলগুলিতে শিক্ষক ছিলেন প্রায় ৩২ হাজারের কাছাকাছি। আবার মোট ১ লক্ষ ১০ হাজার স্কুলে পড়ুয়া ভর্তি হলেও সেখানে শিক্ষক রয়েছেন মাত্র একজন করে।

শিক্ষামন্ত্রকের প্রকাশিত এই রিপোর্টে বাংলার পড়েই রয়েছে বিজেপি শাসিত রাজস্থানের নাম। সেখানে ২ হাজার ১৬৭টি স্কুলে কোনও পড়ুয়া ভর্তি হয়নি বলেই জানা যাচ্ছে। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা। দক্ষিণের এই রাজ্যে ২০৯৭টি স্কুলে গত শিক্ষাবর্ষে কোনও পড়ুয়াই ভর্তি হয়নি।

Next Article