গলার চেন না পাওয়ায় গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হল গৃহবধূকে!

tista roychowdhury |

Feb 07, 2021 | 7:09 PM

রবিবার সকালে, মৃতার পরিবারকে জানানো হয়, সোনালির শরীর খারাপ। অভিযোগ, সোনালি যে মারা গিয়েছে তা সম্পূর্ণ গোপন করে শৈলেন্দ্রের পরিবার। স্থানীয়দের থেকেই সোনালির মারা যাওয়ার খবর পান পরিবার।

গলার চেন না পাওয়ায় গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হল গৃহবধূকে!
প্রতীকী ছবি

Follow Us

হুগলি: সোনার চেন না পেয়ে গৃহবধূকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে খুন (Murder) করার অভিযোগ উঠল স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। রবিবার সকালে ধনিয়াখালির স্থানীয় একটি গ্রামের ঘটনা।

বাইশ বছরের মৃত গৃহবধূ সোনালি নাড়ুর সঙ্গে এক বছর আগে বিয়ে হয় ধনিয়াখালির শৈলেন্দ্রনাথ গুঁইয়ের। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের সময়ে বহুল পণ নিয়েছিল গুঁই পরিবার। দেওয়া বাকি ছিল কেবল একটি সোনার চেন। সেই চেন পেতে সোনালির উপর অকথ্য অত্যাচার করতেন সোনালির স্বামী, শাশুড়ি ও ননদ।

রবিবার সকালে, মৃতার পরিবারকে জানানো হয়, সোনালির শরীর খারাপ। অভিযোগ, সোনালি যে মারা গিয়েছে তা সম্পূর্ণ গোপন করে শৈলেন্দ্রের পরিবার। স্থানীয়দের থেকেই সোনালির মারা যাওয়ার খবর পান পরিবার।

আরও পড়ুন:  ১০ বছরের নাবালিকাকে ‘ধর্ষণের’, কাঠগড়ায় ১৫ বছরের ‘কাকা’

স্থানীয়রা জানিয়েছেন, সোনালিকে প্রায়ই খেতে দিতেন না শ্বশুরবাড়ির লোকেরা। প্রায়ই মারধরও করতেন। শনিবার রাতেও সোনালির সঙ্গে তাঁর স্বামীর অশান্তি হয়। রবিবার সকালে প্রতিবেশীরা জানতে পারেন সোনালি মারা গিয়েছে (Murder)। জানা গিয়েছে, অত্যাচার সহ্য করতে না পেরে এর আগেও একবার গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছিল সোনালি। কিন্তু সফল হয়নি।

রবিবার সকালে মেয়ের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেন সোনালির বাবা উজ্জ্বল নাড়ু। পরিবারের বয়ান খতিয়ে দেখছে পুলিশ। সোনালির মৃতদেহটি ময়ানতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক করা হয়েছে সোনালির স্বামী শৈলেন্দ্রকে। তবে সোনালির শাশুড়ি ও ননদ এখনও পলাতক। তাঁদের খোঁজ করছে পুলিশ।

 

Next Article