বারুইপুর : শিয়ালদহ দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার (Woman) কম্বলে মোড়া পচা দেহ। থমথমে স্টেশন চত্বর।
স্থানীয়দের অনুমান, মহিলাকে (Woman) ‘খুন’ করেই রাতের অন্ধকারে দেহটি ফেলে দেওয়া হয়েছে। মহিলার কোনও পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মৃতদেহটি আবিষ্কার করেন। ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। অনতিপরেই, মৃতদেহ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুন : স্বামীকে ‘খুন’ করে ৩ মাসের সন্তান নিয়ে থানায় হাজির স্ত্রী
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এখনও স্পষ্ট নয় মৃত্যুর কারণ। দেহ পচে ফুলে ওঠায়, কোনও আঘাতের চিহ্ন আছে কি না তা স্পষ্ট হয়নি। তবে, পুলিশের অনুমান মৃতার বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার (Woman) পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে আনা হয়েছে পুলিশ কুকুর। গোটা ঘটনা তদন্ত করে দেখছে বারুইপুরের এসডিপিও অভিষেক মজুমদার ও আইসি দেব কুমার রায়ের পুলিশ বাহিনী।