ভালবেসে বিয়ে করেছিল ওরা, ফুলশয্যার আগেই ঘর থেকে মিলল ওদের ঝুলন্ত দেহ

tista roychowdhury |

Feb 09, 2021 | 9:43 PM

প্রিয়াঙ্কার সঙ্গে পালিয়ে গিয়ে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছিলেন নির্মল। পরিণতি হল নির্মম !

ভালবেসে বিয়ে করেছিল ওরা, ফুলশয্যার আগেই ঘর থেকে মিলল ওদের ঝুলন্ত দেহ
প্রতীকী চিত্র।

Follow Us

মালদা: সোমবার রাতেই বিয়ে করে বউ নিয়ে ফিরেছিলেন যুবক। মঙ্গলবার সকালে ঘর থেকে নবদম্পতির ঝুলন্ত দেহ (Hanging Body) উদ্ধার করলেন বরের দিদি। থমথমে কোতোয়ালি গ্রাম।

মৃত নির্মল সাহার পরিবারের তরফে জানা গিয়েছে, নির্মলের সঙ্গে ফারাক্কার প্রিয়াঙ্কা মণ্ডলের দীর্ঘদিনের সম্পর্ক। সোমবার রাতে হঠাৎ করেই বাড়িতে কিছু না জানিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে মন্দিরে বিয়ে সারেন নির্মল। তারপর প্রিয়াঙ্কাকে নিয়েই বাড়ি ফেরেন। ঘটনার আকস্মিকতায় স্বভাবতই রেগে যান নির্মলের মা বাবা। ছেলেকে এই নিয়ে বকাবকিও করেন।

নির্মলের দিদির বয়ানে জানা গিয়েছে, সোমবার রাতে বাড়িতে অশান্তি হয়েছিল। মঙ্গলবার বেলা বাড়তে নবদম্পতিকে ডাকতে গিয়ে ঘরের দরজায় ধাক্কা দিতেই খুলে যায়। তখনই ভেতরে নির্মল ও প্রিয়াঙ্কার শাড়ির ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ (Hanging Body) দেখতে পান তিনি।

আরও পড়ুন: এক অভাবে রক্ষে নেই, দোসর রাজরোগ! কীটনাশক খেয়ে আত্মহত্যা কৃষকের

নির্মলের মা নিয়তি দেবী জানান, বছর আঠারোর নির্মল রাজমিস্ত্রীর খুচরো কাজ করতেন। ছেলের প্রেমের সম্পর্কের কথাও জানতেন নিয়তি। কিন্তু, ছেলে যে হঠাৎ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবে তা বোঝেননি নিয়তি। তাই ছেলেকে বকাবকি করেন। কিন্তু, এতটাও বকাবকি করেননি যে নবদম্পতিকে ‘আত্মহত্যা’ (Hanging Body) করতে হবে।

অন্যদিকে, নববধূ প্রিয়াঙ্কার বাড়ির তরফে কোনও কিছুই জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ‘আত্মঘাতী’ হয়েছেন ওই যুগল। তবে, এর পেছনে আর কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

Next Article