এক অভাবে রক্ষে নেই, দোসর রাজরোগ! কীটনাশক খেয়ে আত্মহত্যা কৃষকের

মৃত বাবলুর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও ছিলেন তিনি। একদিকে অভাব, অন্যদিকে ক্যানসারের মতো রাজরোগ। চিকিৎসার সামর্থ্য ছিল না বাবলুর।

এক অভাবে রক্ষে নেই, দোসর রাজরোগ! কীটনাশক খেয়ে আত্মহত্যা কৃষকের
পরিবারকে বিষ খাওয়ালো যুবতী প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 8:17 PM

মালদা : বিশ্ব ক্যানসার দিবসে (World Cancer Day) ক্যানসারের জ্বালাতেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক কৃষক। বিশ্বজুড়ে রাজরোগ (Cancer) নিয়ে যখন একের পর এক লড়াইয়ের গল্প, বেঁচে ওঠার মন্ত্র শেখাচ্ছেন ক্যানসার আক্রান্তেরা তখন তেলিপাড়ায় ক্যানসারের (Cancer) যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুকেই আপন করলেন চাষি। শোকাতুর গোটা গ্রাম।

বছর আটচল্লিশের কৃষক বাবলু সাহা বিগত দুই বছর ধরে ক্যানসারে (Cancer) আক্রান্ত ছিলেন। মৃতের পরিবারের তরফে জানানো হয়, মঙ্গলবার রাতে আত্মহত্যা করতে জমিতে দেওয়ার কীটনাশক খান বাবলু।

আরও পড়ুন : স্বামীকে ‘খুন’ করে ৩ মাসের সন্তান নিয়ে থানায় হাজির স্ত্রী

মৃত বাবলুর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও ছিলেন তিনি। একদিকে অভাব, অন্যদিকে ক্যানসারের (Cancer) মতো রাজরোগ। চিকিৎসার সামর্থ্য ছিল না বাবলুর। রোগের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে শেষে এই পদক্ষেপ করেন তিনি।

আরও পড়ুন : পচন ধরেছে দেহে, মল্লিকপুর স্টেশন থেকে উদ্ধার কম্বলে মোড়া মহিলার দেহ

মঙ্গলবারই, বাবলুকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার তাঁকে মালাদা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালে মারা যান বাবলু।

বাবলুর পরিবারে, স্ত্রী মাধুরী সাহা ছাড়াও রয়েছেন তিন ছেলে ও এক মেয়ে। বাবলুর মৃত্যুতে এক রকম পথে বসতে হয়েছে তাঁদের। বাবলুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।