নদিয়া: বাঁ-হাতে রিভলবার, ডান হাতে গাঁজা টানছেন তৃণমূল (TMC) যুব নেতা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নেতারই এক অনুগামী। নিমেষেই ভাইরাল। আর এই ছবি নিয়েই উত্তাল শান্তিপুর (shantipur)।
সোশ্যাল সাইটে (Social Media) ভাইরাল হওয়া ওই তৃণমূল যুবনেতার নাম অসীম বিশ্বাস। তাঁরই এক অনুগামী সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে লিখেছেন ‘খেলা হবে, খেলা হবে। বাগআঁচড়া অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের কাণ্ডারী অসীম দাদা জিন্দাবাদ।’ ছবিটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
তৃণমূলের (TMC) প্রাক্তন বিধায়ক তথা শান্তিপুরের প্রার্থী অজয় দে জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি ভ্রান্তি ছড়াতেই বানানো হয়েছে। সম্পূর্ণ ‘ফেক’ ছবিটি। প্রশাসনের কাছেও গোটা বিষয়টি জানানো হয়েছে। যদিও ছবিটির সত্যতা নিয়ে সংশয় আছে। এ প্রসঙ্গে অসীম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। জানা গিয়েছে, ওই যুবনেতা অসীম বিশ্বাস নদীয়া জেলা তৃণমূল সভাপতি সাংসদ মহুয়া মৈত্রের (Mohua Maitra) ঘনিষ্ঠ। বিভিন্ন কর্মসূচিতে, মহুয়ার পাশে দেখা গিয়েছে অসীমকে। যদিও এ প্রসঙ্গে, যোগাযোগ করে পাওয়া যায়নি সাংসদ মহুয়া মৈত্রকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি দেখে শাসক শিবিরের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের দাবি, তোলাবাজি ও সিন্ডিকেটের দল তৃণমূল মানুষের মনে আতঙ্ক তৈরি করতে এইভাবে বশে রাখতে চাইছে। তৃণমূল নেতার ছবি দেখেই বোঝা যায়, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। তৃণমূলের লিখিত অভিযোগের বিরুদ্ধে, গোটা বিষয়টির সত্যতা যাচাই করে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুন: ‘৩ ঘণ্টা নরকে ছিলাম’, লাঠি, চেন, বেল্ট দিয়ে পিটিয়েছে পুলিশ