আলিপুরদুয়ার: প্রতিবেশী ভুটানের দামচু ও হা রোডের সংযোগকারী ব্রিজ (Bridge) দুর্ঘটনায় মৃত তিন ভারতীয় শ্রমিকের দেহ দেশে পৌঁছল শনিবার।
গত ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার, নির্মাণের কাজ চলাকালীন আচমকা দুর্ঘটনায় ভেঙে পড়ে ২০৪ মিটার দীর্ঘ পারো এলাকার এই ব্রিজটি (Bridge)। সেই সময় ওই ব্রিজে কাজ করছিলেন নয় শ্রমিক। মঙ্গলবারই তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তারপর থেকে বাকি ছয় জনের খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে তিন ভারতীয় শ্রমিকের মৃতদেহ পাওয়া গিয়েছে।
ভারতীয় প্রশাসন সূত্রে খবর, ওই তিন শ্রমিকই উত্তরবঙ্গের বাসিন্দা। মৃত তিনজন হলেন, কোচবিহারের নিশিগঞ্জের অজয় সরকার , পূর্ব মেদিনীপুরের শঙ্কর সান মৈতি এবং দক্ষিণ দিনাজপুরের দর্শন কুজুর।
আরও পড়ুন: বনকর্মী নিয়োগ: আশ্বাস মিললেও চাকরি মেলেনি, আমরণ অনশনে বসলেন বিশ্বদীপ
শনিবার সকালে, ভারতীয় ও ভুটান প্রশাসনের সহায়তায় ওই তিন শ্রমিকের মৃতদেহ ভুটান সীমান্তবর্তী আলিপুরদুয়ারের জয়গাঁতে নিয়ে আসা হয়। অজয়, শঙ্কর ও দর্শনের পরিবারের হাতে তাঁদের মৃতদেহ তুলে দেওয়া হয়। এদিন ভুটান গেটে উপস্থিত ছিলেন য়ঁগা থানার ওসি অভিষেক ভট্টাচার্য ও এস এস বি আধিকারিকরা।