West Bengal Panchayat Elections 2023: জমি নিয়ে গন্ডগোলেও তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তপ্ত কেশিয়াড়ি

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 14, 2023 | 7:08 PM

West Bengal Panchayat Elections 2023: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়াড়ি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ইতিমধ্যেই পুরো ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

West Bengal Panchayat Elections 2023: জমি নিয়ে গন্ডগোলেও তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তপ্ত কেশিয়াড়ি
আক্রান্তরা হাসপাতালে
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: জায়গা নিয়ে বিবাদ। আর তাকে কেন্দ্র করে বিজেপি -তৃণমূল সংঘর্ষে জখম দুই পক্ষের ৭ জন।  শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে কেশিয়াড়ির খাজরা ২ নম্বর অঞ্চলের নয়াগ্ৰাম এলাকায়। নয়াগ্ৰাম এলাকায় বিজেপি কর্মীর দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের দিকে। অপরদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শুক্রবার তৃণমূলের বেশ কয়েকজন গিয়ে বিজেপি কর্মীর দোকানঘর ভাঙচুরের সময় প্রতিবাদ করতে এলে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি- তৃণমূল।

ঘটনায় আহত হয় উভয়পক্ষ ৭ জন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে ভর্তি করান খাজরা গ্ৰামীণ হাসপাতালে। বিজেপির কর্মীর পরিবারের লোকের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে ওই জায়গাতে বসবাস করেন। তাঁরা মূলত ব্যবসাই করেন। তবে শুক্রবার তৃণমূলের বেশ কয়েকজন গিয়ে তাঁদের সেই দোকানঘরের উপর হামলা চালায়, ভাঙচুর করে বলে অভিযোগ।

অপরদিকে তৃণমূলের অভিযোগ, খাস জায়গা জোর করে দখল করতে চেয়েছিলেন ওই বিজেপি কর্মী। আর তাতে বাধা দিয়েছিলেন গ্ৰামের বেশ কয়েকজন। তখনই তাঁদের উপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা। সেই ঘটনায় আহত হন তৃণমূলের বেশ কয়েকজন কর্মী। পাশাপাশি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি পুরো বিষয় ভিত্তিহীন বলে দাবি করেছেন।

তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়াড়ি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ইতিমধ্যেই পুরো ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে ৩ বিজেপি কর্মীকে আটক করেছে কেশিয়াড়ি থানার পুলিশ।

Next Article