পশ্চিম মেদিনীপুর: অবৈধ বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ (Blast)। সেখান থেকে অগ্নিকাণ্ড। ভস্মীভূত কারখানার একাংশ। ধসে পড়েছে কারখানার চাল ও দেওয়াল। ঘটনাস্থলে উপস্থিত দমকলের একটি ইঞ্জিন। বুধবার, সকাল ৮ টা নাগাদ কেশিয়াড়ির এই বাজি কারখানায় বিস্ফোরণটি ঘটে। গুরুতর জখম কারখানার দুই কর্মী কানাই লাল কর ও রতন কর।
স্থানীয়রা জানিয়েছেন, কেশিয়াড়ির এই বাজি কারখানাটি দীর্ঘদিন অবৈধভাবে চলছিল। বুধবার সকালে, বাজির মশলা তৈরির সময়ে এই বিস্ফোরণ (Blast) ঘটে। সেখান থেকেই আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রাই দমকলে খবর দেন।
আরও পড়ুন: টিউশন পড়াচ্ছিলেন ‘স্যার’, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল, ধ্বংসস্তূপের নীচে ছাত্ররা
প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণের (Blast) জেরে গুরুতর আহত কারখানার দুই কর্মী। তাঁদের স্থানীয়রাই হাসপাতালে ভর্তি করেন। কারখানার মালিক পুলিন বিহারী জানা পলাতক।
পুলিশ সূত্রের খবর, পলাতক পুলিন বিহারীর খোঁজ করা হচ্ছে। কীভাবে এতদিন অবৈধ বাজি কারখানা চলছিল তা খতিয়ে দেখছে কেশিয়াড়ি থানার পুলিশ।