টিউশন পড়াচ্ছিলেন ‘স্যার’, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল, ধ্বংসস্তূপের নীচে ছাত্ররা

শিক্ষক যেহেতু সামনে ছিলেন, তাঁর চোট লাগেনি। স্থানীয়রাই দ্রুত ছাত্রদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কারোর মাথায়, কারোর হাতে চোট লেগেছে।

টিউশন পড়াচ্ছিলেন 'স্যার', হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল, ধ্বংসস্তূপের নীচে ছাত্ররা
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2021 | 8:48 PM

মুর্শিদাবাদ: ‘স্যার’ তখন পড়া বোঝাচ্ছেন। আর ছাত্ররা শুনছে। আচমকাই বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গেল ছাত্ররা। সাতসকালে ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদের ভগবানগোলার মহিষাসখালি এলাকায়।

জানা গিয়েছে, এলাকারই এক গৃহশিক্ষক পাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে টিউশন পড়াতেন। বুধবার সকালেও পড়াচ্ছিলেন। ঘরে ছিল ১০-১২ জন ছাত্র। টিনের চালের এক কামরা ছোট্ট বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লরি সেসময় মোড় ঘুরছিল। ব্যাক গিয়ারে যেতে গিয়েই ওই বাড়ির দেওয়ালে ধাক্কা মারে লরিটি।

আরও পড়ুন: ‘আমি মরলে তৃণমূল দায়ী’, মমতার সভাস্থলেই পিঠে কালো ব্যাগ নিয়ে দলীয় কর্মীর আর্ত চিৎকার

হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। চাপা পড়ে যায় ছাত্ররা। শিক্ষক যেহেতু সামনে ছিলেন, তাঁর চোট লাগেনি। স্থানীয়রাই দ্রুত ছাত্রদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কারোর মাথায়, কারোর হাতে চোট লেগেছে। তবে কারোরই চোট গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।