South Dinajpur News: দিল্লি যাওয়ার জন্য টাকা দেননি হতদরিদ্র মা, অভিমানে আত্মঘাতী ছেলে

Rupak Sarkar | Edited By: Sukla Bhattacharjee

Mar 05, 2023 | 7:31 PM

নুন আনতে পান্তা ফুরোয় সংসারে হঠাৎ করে অত টাকা দিতে পারেননি অলীকের মা। এটা নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটিও হয়।

South Dinajpur News: দিল্লি যাওয়ার জন্য টাকা দেননি হতদরিদ্র মা, অভিমানে আত্মঘাতী ছেলে
প্রতীকী ছবি

Follow Us

তপন: রাতের বেলা হঠাৎ করে মায়ের কাছে ৩ হাজার টাকা চেয়েছিল যুবক। সেলাই করে কোনরকমে দিন গুজরান করেন। তাই ছেলের টাকা দিতে পারেননি মা। পরদিন সকালেই বন্ধ ঘর থেকে উদ্ধার হল ছেলের ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার স্কুল মোড়ে। মা টাকা না দেওয়ায় অভিমানেই ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ।

পুলিশ জানায়, মৃত যুবকের নাম অলীক চৌধুরী(২২)। তপন থানার স্কুল মোড়ের বাসিন্দা অলীকের ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ৩ হাজার টাকা না পাওয়ার জন্যই অলীক আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে তপন থানার পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অলীকের বাবা নেই। তার মা সেলাই করে কোনরকমে দিন গুজরান করেন। অলীক এলাকার একটি দোকানে কাজ করত। সম্প্রতি নেশায় আসক্ত হয়ে পড়েছিল। শনিবার রাতে হঠাৎ করেই অলীক মায়ের কাছে ৩ হাজার টাকা চেয়ে বসে। টাকা নিয়ে কী হবে জিজ্ঞাসা করা হলে সে জানায়, দিল্লি যাবেন। কিন্তু, নুন আনতে পান্তা ফুরোয় সংসারে হঠাৎ করে অত টাকা দিতে পারেননি অলীকের মা। এটা নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটিও হয়। তারপর রাতে নিজের ঘরে ঘুমোতে চলে যায় অলীক। তার মা ভেবেছিলেন, সকাল হলে ছেলের রাগ-অভিমান কমে যাবে। কিন্তু, এদিন সকাল হলেও ছেলে দরজা খোলেনি। ডাকাডাকির পরেও ছেলের সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন অলীকের মা। তখনই দেখেন, সিলিং থেকে ঝুলছে অলীকের দেহ। এরপর তাঁর আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দরজা ভেঙে অলীকের দেহ উদ্ধার করে পুলিশ।

টাকা না পেয়েই অলীক আত্মঘাতী হয়েছে বলে দাবি তার মাসতুতো দাদা প্রসেনজিৎ চৌধুরীর। তিনি জানান, অলীক ছোট থেকেই খুব জেদি। তাঁর মাসি ভাইকে ৩ হাজার টাকা দিতে পারেননি। সেজন্যই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ভাই। একই কথা জানিয়েছেন অলীকের প্রতিবেশী সাজাহান আলি। তিনি বলেন, “অলীকের মা গরীব মানুষ। কোথা থেকে রাতে অত টাকা দেবে ছেলেকে। তাই বলেছিল সকালে দেবে। কিন্তু ওর রাতেই টাকা লাগবে বলে জানায়৷ টাকা দিতে না পারার জন্য মা-ছেলের মধ্যে বচসা হয়৷ তারপরই রাতে ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ছেলে৷”

খবর পেয়ে অলীকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাঁর আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তপন থানার পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Next Article
Shiv Thakur Mondal: শিবঠাকুরের অভিযোগেই থমকে গিয়েছিল অনুব্রতর দিল্লি-যাত্রা, এবার কী বলছেন তিনি?
Call Centre: বিলাসবহুল সব গাড়ি, লিলুয়ায় অট্টালিকা, এবার কলসেন্টার মালিকের বাড়িতে হানা