মাত্র ১৮ বছর বয়স! মার্কিন আইন সভার নির্বাচিত প্রতিনিধি হয়ে ইতিহাস গড়লেন টনি

সুমন মহাপাত্র |

Nov 09, 2020 | 10:32 AM

মাত্র ১৮ বছর বয়সে আইনসভার সর্ব কনিষ্ঠদের এক জন হিসাবে ইতিহাস গড়লেন টনি।

মাত্র ১৮ বছর বয়স! মার্কিন আইন সভার নির্বাচিত প্রতিনিধি হয়ে ইতিহাস গড়লেন টনি
ফাইল চিত্র

Follow Us

TV 9 বাংলা ডিজিটাল: ভারতের লোকসভায় সবচেয়ে কম বয়সী সাংসদ হলেন চন্দ্রানী মুর্মু। তাঁর বয়স ২৫। ওড়িশার কেওঝড় লোকসভা থেকে তিনি বিজেডির টিকিটে দিল্লি গিয়েছেন। আর মার্কিন অঙ্গরাজ্যের আইনসভায় এবার নির্বাচিত হলেন ১৮ বছরের টনি লেব্রাঞ্চ (Tony Lebranche)। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সী নির্বাচিত প্রতিনিধিদের এক জন। নিউ হ্যাম্পসায়ারের টনি সবে মাত্র হাই স্কুলের পড়া শেষ করেছেন। এর মধ্যেই তিনি আমহার্স্টে ডেমোক্র্যাটদের টিকিটে জিতলেন।

আমহার্স্টের হিলসবার্গ কাউন্টিতে নির্বাচিত হওয়ার পর টুইট করে তিনি জানিয়েছিলেন, আইন সভায় সমকামী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। অন্য একটি টুইটে টনি লিখেছেন, “আমরা পেরেছি। ধন্যবাদ আমহার্স্ট তোমাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য।”

তাঁর হয়ে নির্বাচনে প্রচার করেছিলেন স্কুলের বন্ধুরা। সেই প্রচারের জোরেই ভোটে জিতেছেন টনি। ৩ হাজার ৬৪২ ভোটের মাধ্যমে রিপাবলিকান নেতাদের ওই আসনে পরাজিত করেছেন তিনি। টনি ১০ বছর বয়সে কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তিনিই আমেরিকার সর্বকিষ্ঠ যে কোলন ক্যানসারকে হারিয়েছেন।

এর আগে আমহার্স্ট শহরের ডেমোক্র্যাট পার্টির কোষাধ্যক্ষ ছিলেন টনি। তিনি গর্বের সঙ্গে স্বীকার করেন তিনি একজন সমকামী। এর আগে টনি সউহেগান কোঅপারেটিভ স্কুল বোর্ডের নির্বাচনে হেরে গিয়েছিলেন। মাত্র ১৮ বছর বয়সে আইনসভার সর্ব কনিষ্ঠদের এক জন হিসাবে ইতিহাস গড়লেন টনি। তাঁর ইচ্ছা, তিনি আইন সভার নির্বাচনী কমিটির সদস্য় হবেন।

Next Article