Congo: কঙ্গোতে নৌকডুবির ঘটনায় মৃত ২৭, নিখোঁজ ৭০ জনেরও বেশি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 15, 2023 | 4:39 PM

এ বিষয়ে নাঞ্জি বলেছেন, “জল থেকে ২৭ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দেহ উদ্ধার করে বানাডাকা জেনারাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে। ঘটনায় এখনও ৭০ জন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।” কী কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Congo: কঙ্গোতে নৌকডুবির ঘটনায় মৃত ২৭, নিখোঁজ ৭০ জনেরও বেশি
কঙ্গোয় মোদী

Follow Us

কঙ্গো: আফ্রিকার কঙ্গোয় নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল অন্তত ২৭ জনের। ৭০ জনেরও বেশি নিখোঁজ হয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার এই দুর্ঘটনা ঘটেছে ইক্যুয়েটর প্রভিন্সের বানডাকা এলাকায়। কঙ্গোর ওই প্রদেশের ডেপুটি গভর্নর টেলর গাঞ্জি জানিয়েছেন, বলোম্বা শহরের উদ্দেশে কঙ্গো নদী দিয়ে যাচ্ছিল ওই নৌকা। সেই নৌকায় প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। নৌকাডুবির জেরে সকলেই ডুবে যায়।

এ বিষয়ে নাঞ্জি বলেছেন, “জল থেকে ২৭ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দেহ উদ্ধার করে বানাডাকা জেনারাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে। ঘটনায় এখনও ৭০ জন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।” কী কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

যদিও কঙ্গোতে এই নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে। কঙ্গোর একটি স্থানীয় সংগঠনের দাবি মৃতের সংখ্যা ৪৯ পেরিয়েছে। যদিও প্রশাসনের তরফে এই সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।

কঙ্গোতে প্রায়শই নৌকাডুবির ঘটনা সামনে আসে। আফ্রিকার অনুন্নত এই দেশে সড়ক পরিবহণ ব্যবস্থা খুবই খারাপ। সেই সঙ্গে জলপথে পরিবহণ তুলনায় সস্তা সেখানে। তাই সেখানকার অনেক নাগরিকই নৌকায় করে যাতায়াত করেন। এ জন্য প্রায়শই নৌকাগুলিতে জায়গায় তুলনায় বেশি জনকে নিয়ে যাওয়া হয়। এ ক্ষেত্রেও সে রকমই কিছু ঘটেছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Next Article