মেলোবোর্ন: প্রথম বিয়ে ভেঙে গিয়েছে। সেই বিবাহবিচ্ছেদে কথা সবাইকে জানাতে পার্টির আয়োজন করেছিলেন এক যুবতী। সেই পার্টিই বদলে দিল তাঁর জীবন। পার্টিতেই ওয়েটার হিসাবে ছিলেন এক সুদর্শন যুবক। টপলেস অবস্থায় থাকা ওই যুবকেরই প্রেমে পড়ে যান ওই যুবতী। কথাবার্তাও শুরু হয়। দিন কয়েক পর ওয়েটার প্রেম প্রস্তাব দিতেই তাতে রাজি হয়ে যান ওই যুবতী। এর পর বিয়েও করেছেন তাঁরা। সন্তানেরও জন্ম দিয়েছেন ওই যুবতী। এই ঘটনার কথা নিজেই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই যুবতী। তাঁর প্রেমের কাহিনি মন জন করেছে নেটিজেনদের।
বিবাহবিচ্ছেদ পার্টিতে নতুন করে প্রেমে পড়া ওই যুবতীর নাম গ্যাব্রিয়েলা ল্যানডরফি। ২৯ বছরের ওই যুবতী অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা। তাঁর প্রথম সম্পর্কের ইতি ঘটেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। সুদীর্ঘ ১০ বছরের সেই সম্পর্কের শেষ দিনে পার্টিও আয়োজন করেছিলেন তিনি। সেই পার্টিতেই টপলেস ওয়েটার হিসাবে ছিলেন জন ল্যানডফলি। এর পর জনের প্রেমে পড়েন পেশায় শিক্ষিকা গ্যাব্রিয়েলা।
এ বিষয়ে গ্যাব্রিয়েলা বলেছেন, “বিবাহবিচ্ছেদ পার্টির জন্য ভাড়া করা টপলেস ওয়েটারের প্রেমে পড়ব তা আমি কখনও ভাবিনি। কিন্তু আমি যখন তাঁর ব্যাপারে জানলাম তার সঙ্গে আলাপ হল। তখন দেখলাম ও খুব ভাল ছেলে। আমি তাঁকে ভাড়া করে গর্বিত।” কবে থেকে জনের সঙ্গে কথা শুরু তা মনে করতে পারেননি গ্যাবিয়েলা। তবে জনের করা প্রথম মেসেজ এখনও মনে রয়েছে তাঁর। তিনি বলেছেন, “জনের মেসেজ দেখে আমার খুব হাসি পেয়েছিল। কিন্তু ধীরে ধীরে আমি তাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছি।”
জন পেশায় ইন্স্যুরেন্স এজেন্ট। গ্যাব্রিয়েলার সঙ্গে প্রেমের ব্যাপারে তিনি বলেছেন, “গ্য়াব্রিয়েলার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চেয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে তা যে প্রেমে পড়ে যাব, তা প্রথমে ভাবিনি। এখন আমরা সুখী দম্পতি।” গ্যাব্রিয়েলা জানিয়েছেন, মেলবোর্নের রিয়ালটো টাওয়ারে তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন জন। ২০২১ সালের জুলাইয়ে সন্তানের জন্ম দেন গ্যাব্রিয়েলা। সেই সন্তান নিয়ে সুখে সংসার করছেন ওই দম্পতি।